সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার ৭১তম জাতীয় পুরস্কারের তালিকায় ‘সেরা পপুলার ছবি’র খেতাব জিতে নিয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি সিনেসমালোচক থেকে দর্শকমহলে বহুল প্রশংসিত হয়েছিল। বক্স অফিসেও ধরা দিয়েছিল করণ জোহরের বহু প্রতীক্ষিত সাফল্য। এবার সেই সিনেমার ঝুলিতেই এল জোড়া জাতীয় পুরস্কার। সেরা কোরিওগ্রাফির (ঢিন্ডোরা বাজে রে) পুরস্কারও গিয়েছে এই সিনেমার ঝুলিতেই। যার জেরে আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন পর্দার ‘রকি-রানি’ রণবীর সিং এবং আলিয়া ভাট। উচ্ছ্বাস প্রকাশ করে দর্শকদের ধন্যবাদ জানালেন পরিচালক-প্রযোজক করণ জোহরও।
২০২৩ সালের ২৩ জুলাই মুক্তি পেয়েছিল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। যে ছবি বিশ্বজুড়ে সাড়ে ৩০০ কোটির ব্যবসা করে বলিউডের বক্স অফিস চাঙ্গা করেছিল কোভিড পরবর্তী অধ্যায়ে। শুধু তাই নয়, সাত বছর পর পরিচালকের আসনে ফিরে বলিউডের সেই চিরপরিচিত ‘ফ্যামিলি ড্রামা’র স্বাদ ফিরিয়ে এনেছিলেন করণ জোহর। এই সিনেমার অন্যতম আকর্ষণ ছিল স্টার কাস্ট। রণবীর-আলিয়ার পাশাপাশি মন কেড়েছিল শাবানা আজমি, ধর্মেন্দ্রর রসায়ন। এই সিনেমার জন্যই ক্লাসিক্যাল নৃত্যশিল্পী হিসেবে ধরা দিয়ে বলিউডে আলাদা করে লাইমলাইট কেড়ে নেন টোটা রায়চৌধুরী। আলিয়ার মায়ের ভূমিকায় চূর্ণী গঙ্গোপাধ্যায়ের অভিনয়, সংলাপও হাততালি কুড়িয়ে নিয়েছিল জাতীয় স্তরে। এবার ‘রকি অউর রানি’র ঝুলিতে জোড়া জাতীয় পুরস্কার আসতেই সপ্তম স্বর্গে রণবীর-আলিয়া, করণ জোহররা।
‘সেরা পপুলার ছবি’ হিসেবে জাতীয় পুরস্কার জিততেই রণবীর সিং বলছেন, “‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র আসল জয় হল, এই ছবিটির সঙ্গে দর্শকরা একাত্ম হতে পেরেছিলেন। আর সেই জন্যই এটা তাঁদের কাছে কমফর্টের জায়গা হয়ে ওঠে। আর সেটাই তাঁদেরকে বারবার রকি অউর রানির জন্য হলমুখী করেছে। দর্শকরা এই সিনেমা একাধিকবার দেখেছে। মন হালকা করা একটা সিনেমা। এটাই তো আসল বিনোদন। গর্বিত বোধ করছি, ধন্য বোধ করছি, আমরা কৃতজ্ঞ।” উচ্ছ্বসিত আলিয়া ভাটের মন্তব্য, “দারুণ ম্যাজিক্যাল মুহূর্ত! টিমের সকলকে ভালোবাসা, তোমাদের জন্যই এই সিনেমা এতটা ম্যাজিক্যাল হয়ে উঠেছে।”
রিলিজের পর এই ছবিকে অনেকেই করণ জোহরের কেরিয়ারের অন্যতম শ্রেষ্ঠ ছবি উপহার হিসেবে আখ্যা দিয়েছিলেন। সামাজিক ট্যাবুকে প্রশ্ন করার পাশাপাশি বলিউডের গড়পড়তা লাভ স্টোরির থেকে এই সিনেমার গুণগত মান যে অনেকাংশে এগিয়ে, তা বলার অপেক্ষা রাখে না। জাতীয় পুরস্কারপ্রাপ্ত করণ জোহর বলছেন, “আমার হৃদয়ের খুব কাছের ছবি- রকি অউর রানি কি প্রেম কাহানি। এই ছবির জন্য জাতীয় পুরস্কার জিতে আমি অত্যন্ত আনন্দিত এবং অভিভূত। জুরি সদস্যদের ধন্যবাদ এবং ছবিটি এখনও যে বিপুল পরিমাণ ভালোবাসা পাচ্ছে, তাতে আমি এখনও কৃতজ্ঞ।”