ম্যাক্সওয়েলের বদলি পেল পাঞ্জাব, আইপিএলে’র জৌলুসে পিএসএল ছাড়ছেন বাবরের সতীর্থ?

ম্যাক্সওয়েলের বদলি পেল পাঞ্জাব, আইপিএলে’র জৌলুসে পিএসএল ছাড়ছেন বাবরের সতীর্থ?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আঙুল ভেঙে যাওয়ায় গোটা আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। এই পরিস্থিতিতে পাঞ্জাব কিংস দলে নিয়েছে আরেক অজি তারকা মিচেল ওয়েনকে। মজার কথা হল, ২৩ বছর বয়সি ওয়েন এই মরশুমে খেলছেন পাকিস্তান সুপার লিগে, পেশোয়ার জালমির হয়ে। তিনি বাবর আজমের সতীর্থও। ২ মে পেশোয়ার জালমির হয়ে ওপেনও করেছেন ওয়েন। তবে কি আইপিএলে’র জৌলুসে মাঝপথে পিএসএল ছাড়লেন তিনি? উঠছে প্রশ্ন।

ওয়েনকে ৩ কোটি টাকায় কিনে নিয়েছে পাঞ্জাব কিংস। খুব শীঘ্রই তিনি পাঞ্জাব শিবিরে যোগ দিতে চলেছেন। ২০২৪-২৫ বিগ ব্যাশ লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। ২০০-র বেশি স্ট্রাইক রেটে করেছিলেন ৪৫২ রান। আইপিএলের একটি অফিশিয়াল বিবৃতিতে বলা হয়েছে, ‘পাঞ্জাব কিংস গ্লেন ম্যাক্সওয়েলের পরিবর্তে অলরাউন্ডার মিচ ওয়েনকে দলে নিয়েছে। ম্যাক্সওয়েলের আঙুল ভেঙে গিয়েছে। সেই কারণে তিনি গোটা আইপিএল থেকে ছিটকে গিয়েছেন।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘অস্ট্রেলিয়ার তাসমানিয়া দলের হয়ে ওয়েন ৩৪টি টি-টোয়েন্টিতে ৬৪৬ রান করেছেন। রয়েছে দু’টি সেঞ্চুরি। সর্বোচ্চ রান ১০৮। অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারের নামের পাশে ১০টি টি-টোয়েন্টি উইকেটও রয়েছে।

সম্প্রতি পিএসএলে’র প্রথম ড্রাফটে নাম থাকা সত্ত্বেও পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে নাম তুলে নিয়েছিলেন করবিন বোশ। এরপর মুম্বই ইন্ডিয়ান্স থেকে ডাক আসে। সেই ডাকে সাড়াও দেন তিনি। ব্যাপারটা ভালো চোখে দেখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই কারণে প্রোটিয়া অলরাউন্ডারকে এক বছরের জন্য নিষিদ্ধও করেছে পিসিবি। তাই প্রশ্ন উঠছে, অজি তারকাও কি চুক্তিভঙ্গ করতে চলেছেন? সূত্রের খবর, পিএসএলে পেশোয়ার জালমির সঙ্গে চুক্তি শেষ করেই পাঞ্জাব শিবিরে যোগ দেবেন তিনি। অর্থাৎ, পাঞ্জাব দলে তাঁকে দেখার জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।

এখন পর্যন্ত ওয়েন পেশোয়ারের হয়ে ২০০ রান করেছেন। দু’টি উইকেটও তুলে নিয়েছেন। এই বছরের শুরুতে বিগ ব্যাশ চলাকালীন সবার নজরে আসেন তিনি। সিডনি থান্ডারের বিপক্ষে তাঁর ৬৪ বলে অপরাজিত ১০১ রান চর্চায় ছিল। একই প্রতিপক্ষের বিপক্ষে ফাইনালে করেছিলেন ৪২ বলে ১০৮। তবে এত সবের পরেও আইপিএলে মেগা নিলামে অবিক্রীত থেকে গিয়েছিলেন। সেই তিনি অবশেষে আইপিএলে সুযোগ পেয়ে গেলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *