সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যঞ্চেস্টারে চোটে জেরবার ভারতীয় পেস বিভাগ। যা সুযোগ এনে দিয়েছে হরিয়ানার তরুণ পেসার অংশুল কাম্বোজের কাছে। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে যে ২৪ বছর বয়সি পেসারের অভিষেক হচ্ছে তা একপ্রকার নিশ্চিত। জীবনের পাশা আশ্চর্যজনকভাবে বদলে গিয়েছে তাঁর। ইংল্যান্ডে এসে এ দলের হয়ে ভালো পারফর্ম করেছিলেন, কিন্তু মূল দলে সুযোগ না পেয়ে দেশে ফিরে যেতে হয়েছিল। ফের ডাক পেয়েছেন এবার কি ম্যাঞ্চেস্টারে ভারতের নতুন অস্ত্র হতে চলেছেন অংশুল? যাকে অনেকে ডাকছেন ‘একে ৪৭’ নামে।
কেন এই নাম? তীব্র গতির সঙ্গে নিখুঁত বোলিং- অংশুলের বোলিংয়ের মূল অস্ত্র। যার নেপথ্যে রয়েছে কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার পরামর্শ। আর আছে আইপিএলে তাঁর দল চেন্নাই সুপার কিংসের ‘অধিনায়ক’ মহেন্দ্র সিং ধোনির শিক্ষা। সব মিলিয়ে আরও ক্ষুরধার হয়েছেন অংশুল। চোট জর্জরিত ভারতীয় পেস বিভাগে নতুন রক্তের সঞ্চালন করতে পারেন তিনি। পাশে তো জশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজরা আছেনই।
অংশুলের ছোটবেলার কোচ সতীশ রানা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলছিলেন, “যদি আগ্রাসন দেখাতে হয়, তাহলে অংশুল সেটা ইংল্যান্ডকে বোলিংয়ের মাধ্যমে দেখাবে। ও এমএস ধোনি ও গ্লেন ম্যাকগ্রার ‘কম্বো প্যাক’।” অংশুল ম্যাকগ্রার খুব বড় ভক্ত। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অজি কিংবদন্তির কাছে অনুশীলন করেছেন। সতীশ জানান, “ও ম্যাকগ্রার মতো বল করে। ম্যাকগ্রার কাছ থেকেই বোলিং অ্যাকশন আরও ভালো করার পরামর্শ পেয়েছ অংশুল। যেমন ম্যাকগ্রার চোখে আগ্রাসন ছিল, ওর চোখেও সেরকম আছে। তার থেকে বেশি আছে ওর বোলিংয়ে।”
আর ‘ক্যাপ্টেন কুল’ ধোনির থেকে অংশুল শিখেছে মাথা ঠান্ডা রাখা। সতীশ আরও বলেন, “অংশুলের মাথা এমনিতেই ঠান্ডা। ধোনি ওকে শিখিয়েছে কীভাবে সব পরিস্থিতিতে চাপ সামলানো যায়। কখনও রাগ করবে না। ধোনি ওকে বলেছে, কীভাবে ফিট থাকতে হয়। সবকিছু সহজভাবে নিতে হয়। সিএসকে-তে থেকে ও অনেক কিছু শিখেছে। ওর কেরিয়ারে ধোনির বিরাট অবদান রয়েছে।”
ওয়ানডে বা টি-টোয়েন্টি নয়, দেশের হয়ে সবার আগে টেস্ট ক্রিকেট খেলতে চেয়েছেন অংশুল। তিনি নিজেও জানিয়েছেন, যেহেতু এ দলের হয়ে ইংল্যান্ডে খেলেছেন, সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান। সতীশ জানান, বুমরাহ-সিরাজদের সঙ্গে দেখা করে আবেগঘন হয়ে পড়েছিলেন। অংশুলের নতুন সফর শুরু হল। ছোটবেলার কোচের বিশ্বাস, অংশুল ভারতকে জেতাবেই।