নিজস্ব সংবাদদাতা, ঢাকা: বাংলাদেশে দুর্গাপুজোয় মৌলবাদী হামলার আশঙ্কা। তা এড়িয়ে নির্বিঘ্নে পুজো সম্পন্ন করার চ্যালেঞ্জ জিততে মরিয়া ইউনুস সরকার। সেই কারণে মণ্ডপের নিরাপত্তায় এবার অ্যাপ ব্যবস্থা থাকবে বলে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার ঢাকার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সভাকক্ষে একথা জানান। আসন্ন শারদোৎসবে মণ্ডপের নিরাপত্তায় একটি অ্যাপ তৈরি করা হয়েছে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
হাসিনার আমলে বাংলাদেশে ধুমধাম করেই পালিত হতো শারদোৎসব। তবে গত বছর হাসিনা সরকারের পতনের পর ইউনুসের তত্ত্বাবধানে চলছে দেশ। ভারত-প্রীতি নয়, বরং ভারত-বিরোধী শক্তিগুলির সঙ্গেই সখ্য বেশি ইউনুসের। তাঁর জমানায় বাংলাদেশের হিন্দুরা নিরাপদ নন বলে বারবার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে দুর্গাপুজো কাটানো বড়সড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ জিততে এবার তথ্যপ্রযুক্তির সাহায্য নিচ্ছেন ইউনুস। মণ্ডপের সুরক্ষায় নতুন অ্যাপ আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী।
তিনি জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশেই সারাদেশে পুজো উদযাপিত হবে। যারা দুষ্কৃতী, তারা সর্বত্র বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে। তবে তেমনটা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তায় বিশেষ অ্যাপের ব্যবস্থা থাকবে, তা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ”এই পদ্ধতিতে কোনও ঘটনা থাকলে সঙ্গে সঙ্গে জানানো যাবে। সঙ্গে প্রতিকারের ব্যবস্থা নেওয়া যাবে। পুজোমণ্ডপ ঘিরে যে মেলা হয়, সেখানে মাদকের আড্ডা কোনওভাবেই করা যাবে না। এখন পর্যন্ত তালিকা অনুযায়ী সারা দেশে ৩১ হাজার ৫৭৬টি পুজোমণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা আসেনি। তবে আনুমানিক ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হতে পারে।”
যদিও সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টার একটি মন্তব্যে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল।তিনি জানিয়েছিলেন, বাংলাদেশে এবার দুর্গাপুজো প্রাঙ্গণে কোনও মেলার আয়োজন করা যাবে না। কারণ, সেখানে মদ, গাঁজার আসর বসে! তাই এবার পুজো উদ্যোক্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এ ধরনের কোনও মেলার অনুমতি না দেওয়া হয়। তাঁর এই মন্তব্য অবশ্য হিন্দু ভাবাবেগে আঘাত দেওয়া বলে মত সেখানকার সংখ্যালঘুদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন