মৌনী অমাবস্যায় অমৃত স্নানে ১০ কোটি ভক্ত সমাগমের সম্ভাবনা! ভিড় সামলাতে প্রস্তুত যোগী প্রশাসন

মৌনী অমাবস্যায় অমৃত স্নানে ১০ কোটি ভক্ত সমাগমের সম্ভাবনা! ভিড় সামলাতে প্রস্তুত যোগী প্রশাসন

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


হেমন্ত মৈথিল, মহাকুম্ভ নগর: গত ১৪ জানুয়ারি, পৌষ সংক্রান্তিতে মহাকুম্ভে প্রথম দফা অমৃত স্নানপর্ব শেষ হয়েছে। এবার দ্বিতীয় দফা পুণ্য স্নানের জন্য প্রস্তুতি তুঙ্গে যোগী প্রশাসনের। আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় অমৃত স্নানপর্ব। মহাকুম্ভের শুরু হয়েছে থেকেই প্রয়াগরাজের প্রতিটি এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছিল যোগী প্রশাসন। শুধু তাই নয়, ভক্তদের স্বাচ্ছন্দ্যের জন্য নানারকম ব্যবস্থা করা হয়েছে। প্রথম দফার অমৃত স্নানে প্রায় ৩ কোটি ভক্ত স্নান করেছিলেন। মৌনী অমাবস্যায় সেই সংখ্যা ১০ কোটি ছুঁয়ে ফেলবে বলে মনে করছে উত্তরপ্রদেশের যোগী সরকার। যা রেকর্ড হতে চলেছে।

২৭ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ব্যাপক ভিড় হওয়ার সম্ভাবনা। আর তা সামলাতে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। ভক্তরা যাতে নিরাপদে স্নান করতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে। স্নানের ঘাটে ভিড় এড়াতে বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে। এমনকি স্নান শেষে ভক্তদের নির্দিষ্ট জায়গায় নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলাশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, এসডিএম এবং বিভিন্ন বিভাগের ম্যাজিস্ট্রেটদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত দিকে নজর রাখার জন্য।

এমনকি মহাকুম্ভ চলাকালীন যান চলাচলও যাতে একেবারে স্বাভাবিক থাকে, তাও নজরদারির আওতায় আনতে হবে। এককথায় আখড়া হোক বা স্নানের ঘাট – সর্বত্র ভক্তদের নিরাপত্তার চাদরে মুড়ে রাখতে যোগী সরকার পুরোদমে প্রস্তুত। এবার অপেক্ষা শুধু দ্বিতীয় দফায় স্নানযাত্রা শুরুর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *