মোবাইল চুরি করে নার্সের নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেল! বর্ধমানে গ্রেপ্তার অভিযুক্ত

মোবাইল চুরি করে নার্সের নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেল! বর্ধমানে গ্রেপ্তার অভিযুক্ত

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সৌরভ মাঝি, বর্ধমান: বেসরকারি হাসপাতালের এক নার্সের মোবাইল চুরি করে তারই স্নানের নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেল! মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে স্নেহাশিস রায় নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান সাইবার থানার পুলিশ।

জানা গিয়েছে, বর্ধমান উল্লাস উপনগরী এলাকায় থাকা একটি বেসরকারি হাসপাতালের নার্স ওই তরুণী। গত ১৪ জুন হস্টেল থেকেই পুরুলিয়ার বোরো থানা এলাকায় বাসিন্দা ওই নার্সের স্মার্ট ফোনটি চুরি যায়। বর্ধমান থানায় সে বিষয়ে ডায়েরিও করেন। ওই নার্স পুলিশে অভিযোগে জানিয়েছেন, পরদিন সকালে ইনস্টাগ্রামে তাঁকে উল্টোপাল্টা মেসেজ পাঠানো হয়। একই সঙ্গে ব্ল্যাকমেল করা হয়। ১৬ জুন তাঁর ইনস্টাগ্রাম আইডি থেকে একটি আপত্তিকর ভিডিও আপলোড করা হয়। বন্ধুর কাছ থেকে তিনি তা জানতে পারেন। সেটি তিনি দেখেন। পরে সেটি ডিলিট করে দেওয়া হয়।

শুধু তাই নয় মহিলার দাবি অনুযায়ী, অভিযুক্ত ওই যুবক ইনস্টাগ্রামে তাঁকে কুপ্রস্তাবও দেয়। গোটা ঘটনায় বর্ধমান সাইবার থানার দ্বারস্থ হন মহিলা। অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে স্নেহাশিস নামে এক যুবক গোটা ঘটনায় জড়িত। সেইমতো মেমারি থানার মালম্বা গ্রামের বাসিন্দা স্নেহাশিসকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। এরপরই ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয় পুলিশের তরফে। বিচারক ধৃতকে সপ্তাহে একদিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরা, তদন্তে সহযোগিতা এবং সাক্ষীদের প্রভাবিত না করার শর্তে জামিন মঞ্জুর করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *