মোবাইলে ম্যাজিক শো দেখা ‘নেশা’, নিজে জাদু দেখাতে গিয়ে মর্মান্তিক পরিণতি সপ্তম শ্রেণির ছাত্রের

মোবাইলে ম্যাজিক শো দেখা ‘নেশা’, নিজে জাদু দেখাতে গিয়ে মর্মান্তিক পরিণতি সপ্তম শ্রেণির ছাত্রের

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: মোবাইল ফোনে ম্যাজিক দেখা ছিল ‘নেশা’। সেই ম্যাজিক দেখে স্টান্ট করতে গিয়েই প্রাণ হারাল এক খুদে! বাথরুমের মধ্যে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেল মৃতদেহ! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। মৃত ওই কিশোরের নাম রিপম মণ্ডল।

জানা গিয়েছে, বনগাঁ কালুপুর এলাকায় বাড়ি সপ্তম শ্রেণির পড়ুয়া রিপমের। স্থানীয় স্কুলের ছাত্র ছিল সে। পড়াশোনাতেও যথেষ্ঠ ভালো ছিল সে। খেলাধুলোর পাশাপাশি মোবাইল ফোনে ম্যাজিক দেখার নেশা ছিল তার। ম্যাজিকের উপর প্রবল আকর্ষণ ছিল ছেলের, এমনই জানিয়েছেন তার বাবা দেবব্রত মণ্ডল। জানা গিয়েছে, ঘটনাটি গতকাল শুক্রবারের। শিক্ষক দিবসের ছুটি বাবা ও ছেলের। দু’জনে মিলে সকালেই বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে যায়। দুপুরে দু’জনে মিলে মহানন্দে মাছ ধরে বাড়িও ফিরেছিল বলে খবর।

ছেলে রিপম বাড়ির বাথরুমে স্নানে ঢুকেছিল। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও ছেলে বেরোয়নি। সেই দেখে কিছুটা সন্দেহ হয় বাবা-মায়ের। দরজা ধাক্কা দিয়েও ভিতর থেকে ছেলের কোনও সাড়া পাওয়া যায়নি বলে দাবি বাবা-মায়ের। পরে দরজা ভেঙে দেখা যায় গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় পড়ে আছে রিপম! তড়িঘড়ি তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় বনগাঁ থানায়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের বাবা-মায়ের দাবি, ছেলে কখনওই ‘আত্মহত্যা’ করতে পারে না।

ছেলে ম্যাজিকের ভক্ত ছিল। স্নানের সময় গামছা নিয়ে কোনও কসরত করতে গিয়েই কি এই মর্মান্তিক ঘটনা ঘটল? সেই প্রশ্ন উঠেছে। ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা রিমি মণ্ডল। ঘটনার কথা শুনে হতবাক পড়শিরাও। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *