মোদি নেকলেসে নজর কেড়েছিলেন কান-এ, প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সেই অভিনেত্রীর

মোদি নেকলেসে নজর কেড়েছিলেন কান-এ, প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সেই অভিনেত্রীর

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবে গলায় মোদি নেকলেস পড়ে লালা গালিচায় হেঁটে আলচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন রুচি গুজ্জর। এবার প্রযোজক করণ সিং চৌহানের বিরুদ্ধে জালিয়াতির মামলা করলেন বছর ২৭-এর অভিনেত্রী। ঠিক কি হয়েছে তাঁর সঙ্গে? কী কারণ রয়েছে এর নেপথ্যে?

জানা যাচ্ছে যে, প্রযোজক করণ সিং চৌহান অভিনেত্রীর সঙ্গে আর্থিক প্রতারণা করেছেন। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে ওশিয়াড়া থানায় এফআইআর দায়ের করেছেন রুচি। তাঁর দাবি, একটি হিন্দি ধারাবাহিক নির্মাণের কথা বলেছিলেন করণ। রুচি ওই ধারাবাহিকের সহ-প্রযোজক হিসাবে থাকবেন এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন। সময় এগিয়েছে কিন্তু সেই কথা এতটুকু রাখেননি করণ। এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, এই নতুন ধারাবাহিকের কাজ শুরু করার জন্য নাকি প্রযোজক করণকে বেশ কয়েকটি কিস্তিতে মোট ২৪ লক্ষ টাকা দিয়েছিলেন রুচি। এই লেনদেন হয়েছিল জুলাই ২০২৩ থেকে জানুয়ারি ২০২৪ সালের মধ্যে।

এই প্রসঙ্গে সর্বভারতীয় সংবাদমাধ্যমে রুচি জানিয়েছেন, “আমি সহ-প্রযোজক হিসাবে থাকব নতুন ধারাবাহিকে, এমনই কথা হয়েছিল। আরও কথা ছিল যে টাকা পাঠানোর পর আমাকে যাবতীয় নথি করণ দেবে। কিন্তু সে কোনওটাই করেননি। উলটে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে আমি জানতে পারি আমার থেকে নেওয়া টাকা থেকেই ধারাবাহিকের বদলে ‘সোলং ভ্যালি’ ছবিটি বানাচ্ছেন করণ। আমি যখন জানতে পারি যে ছবিটি ২৭ জুলাই মুক্তি পাচ্ছে আমি তৎক্ষনাৎ তাঁকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিই। কিন্তু কোনও কিছুতেই কাজ হয়নি। উলটে আমাকে করণ নানারকমের হুমকি দিতে শুরু করেন।” ইতিমধ্যেই অর্থ লেনদেনের যাবতীয় নথি পুলিশের কাছে রুচি জমা দিয়েছেন বলেই শোনা যাচ্ছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮ (৪), ৩৫২ ও ৩৫১(২) ধারায় করণের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *