‘মোটা টাকা কামাতে চাও? টেস্ট ছাড়ো, প্রস্তাব দেন নামী ক্রিকেটার’, বোমা ফাটালেন নায়ার!

‘মোটা টাকা কামাতে চাও? টেস্ট ছাড়ো, প্রস্তাব দেন নামী ক্রিকেটার’, বোমা ফাটালেন নায়ার!

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে জাতীয় দলে কামব্যাক করেছেন করুন নায়ার। ইংল্যান্ড সিরিজে নিজের সেরাটা উজার করে দিতে প্রস্তুত তিনি। কিন্তু টেস্ট সিরিজ শুরুর আগেই এক নামী ক্রিকেটারদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন তিনি। জানালেন, মোটা অঙ্কের টাকা কামানোর জন্য তাঁকে টেস্ট ছাড়ার পরামর্শ দিয়েছিলেন ওই ক্রিকেটার।

শেষবার ২০১৭ সালে দেশের জার্সিতে খেলেছিলেন নায়ার। ২০১৮-তে ইংল্যান্ড সফরে বেঞ্চেই ঠাঁই হয় তাঁর। আর সেই সিরিজের পর পুরোপুরি দল থেকে বাদ পড়েন তারকা ব্যাটার। তাঁর অফ ফর্মের জেরে ২০২২ সালে ঘরোয়া ক্রিকেটেও সুযোগ হয়নি। তবে হাল ছাড়েননি। বিদর্ভের জার্সিতে গত মরশুমের স্কোরবোর্ডেই স্পষ্ট তাঁর পারফরম্যান্সের গ্রাফ। রনজির ৯টি ম্যাচে ৮৬৩ রান করেন। গড় ৫৩.৯৩। তাঁর দল বিদর্ভই তুলে নেয় রনজি ট্রফি। এখানেই শেষ নয়, গত মরশুমের বিজয় হাজারে ট্রফিতেও ৭৭৯ রান তাঁর ঝুলিতে। গড় ৩৮৯.৫০। যার মধ্যে রয়েছে পাঁচটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি। এহেন করুন নায়ার দীর্ঘ ৮ বছর পর ভারতীয় দলের হয়ে নামবেন টেস্টের ২২ গজে। কিন্তু তার আগে রীতিমতো বোমা ফাটালেন তিনি। নায়ার জানান, এক নামী ক্রিকেটার তাঁকে টেস্ট ছেড়ে বিদেশি লিগে খেলার পরামর্শ দিয়েছিলেন। বলেছিলেন, এতে অনেক বেশি আয়ের সুযোগ রয়েছে।

বিদর্ভের ব্যাটারের কথায়, “আমার এখনও মনে আছে, এক ক্রিকেটার আমায় ডেকে বলেছিলেন, টেস্ট থেকে অবসর নিতে। কারণ বাইরের লিগ ক্রিকেটে খেললে অনেক বেশি আয় হবে। সেটাই বেশি আয়ের সহজ উপায়। কিন্তু টাকার কথা না ভেবেই আমি নিজের লড়াইটা চালিয়ে গিয়েছি। দেশের হয়ে খেলার স্বপ্নটা কখনও ত্যাগ করিনি।” এরপরই যোগ করেন, “প্রস্তাবটা বছর দুয়েক আগেই এসেছিল। আর এখন দেখুন আমি কোথায়।”

যদিও ঠিক কোন ক্রিকেটার তাঁকে এই প্রস্তাব দিয়েছিলেন, সেই নাম প্রকাশ্যে আনেননি তিনি। তবে তাঁর কথায় আমোল দিলে শুভমান লিগের নেতৃত্বে হয়তো ইংল্যান্ডে খেলা হত না করুনের। তাই নিজের সিদ্ধান্তে গর্বিত করুন। দেশের হয়ে ৩ বা ৪ নম্বরে ব্যাট করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *