মেলেনি বেতন, পাওনা আদায়ে বাংলাদেশে ক্রিকেটারদের কিটব্যাগ আটকে টিমবাসের চালক!

মেলেনি বেতন, পাওনা আদায়ে বাংলাদেশে ক্রিকেটারদের কিটব্যাগ আটকে টিমবাসের চালক!

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশি ক্রিকেটার, সাপোর্ট স্টাফরা মাইনে পাচ্ছেন না। এমনকি বাসচালকদেরও প্রাপ্য অর্থ দিতে পারছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল। এমন পরিস্থিতিতে বকেয়া আদায় করতে অভিনব পন্থা নিলেন দলের বাসচালকও। ক্রিকেটারদের যাবতীয় জিনিসপত্র বাসে ঢুকিয়ে তালা দিয়ে দিয়েছেন তিনি। সাফ জানিয়ে দিয়েছেন, তিনি বকেয়া অর্থ না পেলে ক্রিকেটাররাও নিজেদের জিনিস পাবেন না।

মাইনে বকেয়া থাকায় অনুশীলন বন্ধ রেখেছিল বিপিএলের দল দুর্বার রাজশাহী। এখনও সেই সমস্যার সমাধান মেলেনি। বিপিএল শেষ হয়ে গেলেও এখনও দেশে ফিরতে পারছেন না বিদেশি ক্রিকেটাররা। যদিও দলের মালিক শাফিক রহমান দাবি করেছিলেন যে বিদেশি ক্রিকেটারদের বাড়ি ফেরার টিকিট কাটা হয়ে গিয়েছে। কিন্তু টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা আটকে রয়েছেন ঢাকার টিম হোটেলেই। মেলেনি বকেয়া অর্থও।

এহেন পরিস্থিতিতে তাঁদের মাথাব্যথা আরও বাড়িয়েছেন দলের বাসচালক। টুর্নামেন্ট চলাকালীন দুর্বার রাজশাহী টিমকে দেশের নানা প্রান্তে নিয়ে গিয়েছেন মহম্মদ বাবুল। কিন্তু ওই বাসচালকের প্রাপ্যও মেটানো হয়নি বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে ক্রিকেটারদের কিটব্যাগ এবং অন্যান্য জিনিস বাসের মধ্যে রেখে তালা লাগিয়ে দিয়েছেন তিনি। হোটেলের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, “এটা অত্যন্ত দুঃখের এবং লজ্জার ঘটনা। আমাদের টাকা দিলে আমরাও ক্রিকেটারদের কিট ব্যাগ ফিরিয়ে দিতাম। এতদিন কিছু বলিনি। কিন্তু আমাদের প্রাপ্য মিটিয়ে দিলেই চলে যাব।”

জানা গিয়েছে, বাংলাদেশি এবং বিদেশি প্রত্যেক ক্রিকেটারের কিট ব্যাগই আটকে রাখা হয়েছে বাসে। বকেয়া রয়েছে চালকের বেতনের একটা বিরাট অংশ। এহেন পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন ক্রিকেটাররা। বাড়ি ফেরার ব্যবস্থা হলেও কিট ব্যাগ নিয়ে যাওয়া আপাতত অসম্ভব হয়ে পড়েছে তাঁদের পক্ষে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *