সৌরভ মাজি, বর্ধমান: মেমারিতে জোড়া খুন! বুধবার সকালে রাস্তার উপর থেকে উদ্ধার প্রৌঢ় দম্পতির দেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে আনা হয়েছিল তাদের। তদন্তে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে মেমারি থানার পুলিশ।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মেমারি থানার অন্তর্গত মেমারি ১ নম্বর ব্লকের কাশিয়ারা মোড় কাজিপাড়া এলাকায়। মৃত স্বামী ও স্ত্রীর নাম মোস্তাফিজুর রহমান বয়স আনুমানিক ৬৫ এবং মমতাজ পারভীন বয়স আনুমানিক ৫৫। বাড়িতে স্বামী-স্ত্রী এবং সন্তান থাকতেন। মোস্তাফিজুর চাষাবাদ করতেন। তাঁদের জমি জায়গা রয়েছে প্রচুর। ছেলে বাইরে কাজ করতেন, কিন্তু কীসের কাজ করতেন, সেটা এখনও জানা যায়নি। যদিও ঘটনার পর থেকে তাঁদের সন্তান পলাতক।
স্থানীয় বাসিন্দারা ঘুম থেকে উঠে দেখেন রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর পড়ে আছেন স্বামী-স্ত্রী। ঘরের মধ্যে থেকে টেনে হিঁচড়ে তাঁদের বের করা হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ, ঘর থেকে রাস্তা অবধি গোটা এলাকা জুড়ে রক্তের দাগ রয়েছে। স্থানীয়রাই পুলিশে খবর দেয়। তারা এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয়দের দাবি, প্রৌঢ় দম্পতিকে খুন করা হয়েছে। কে বা কারা খুন করেছে তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনার পর থেকে দম্পতির সন্তানের খোঁজ নেই। যা সন্দেহ আরও দৃঢ় করেছে। কে বা কারা এই ঘটনা ঘটাল তা তদন্ত করছে মেমারি থানা ও জেলা পুলিশ। ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ সুপার সায়ক দাস।