নয়াদিল্লি: আরও কমল মূল্যবৃদ্ধির হার। জুনে খুচরো মূল্যবৃদ্ধির হার কমে হয়েছে ২.১ শতাংশ। যা গত ৬ বছরের মধ্যে সর্বনিম্ন। মূলত খাদ্যপণ্যের দাম কমায় বার্ষিক মূল্যবৃদ্ধির হার কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সোমবার কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক জানিয়েছে, মে মাসের তুলনায় জুনে মূল্যবৃদ্ধির হার ০.৭২ শতাংশ কমেছে। মে মাসে এই হার ছিল ২.৮২ শতাংশ। ২০২৪-এর জুনে মূল্যবৃদ্ধির হার ছিল ৫.০৮ শতাংশ। ২০১৯-এর জানুয়ারিতে মূল্যবৃদ্ধির হার ছিল ১.৯৭ শতাংশ। তার পরে চলতি বছরের জুনে এত নীচে নামল মূল্যবৃদ্ধির হার। পরিসংখ্যান মন্ত্রক জানিয়েছে, মে মাসের তুলনায় জুনে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার ২.০৫ শতাংশ কমেছে। ২০১৯-এর জানুয়ারির পর এই প্রথম এত নীচে নেমেছে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি। গ্রামীণ এবং শহর এলাকা-দুই ক্ষেত্রেই খাদ্যপণ্যের দাম কমেছে। খাদ্যপণ্যের পাশাপাশি জ্বালানি এবং বিদ্যুৎ ক্ষেত্রেও মূল্যবৃদ্ধির হার কমেছে।
খুচরো মূল্যবৃদ্ধির পাশাপাশি কমেছে পাইকারি মূল্যবৃদ্ধির হারও। জুনে খুচরো মূল্যবৃদ্ধির হার (-০.১৩ শতাংশ) শূন্যের নীচে নেমে এসেছে। গত মে মাসে এই হার ছিল ০.৩৯ শতাংশ এবং ২০২৪-এর মে মাসে এই হার ছিল ৩.৪৩ শতাংশ। খুচরো মূল্যবৃদ্ধির মতো পাইকারি মূল্যবৃদ্ধির হার কমার নেপথ্যেও মুখ্য ভূমিকা নিয়েছে খাদ্যপণ্যের পাইকারি মূল্য কমা।