মূর্খের দল! রোহিতকে দরাজ সার্টিফিকেট দিয়ে সৌগতকে খোঁচা কুণাল-মদনের?

মূর্খের দল! রোহিতকে দরাজ সার্টিফিকেট দিয়ে সৌগতকে খোঁচা কুণাল-মদনের?

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও রোহিত শর্মাকে খোঁচা দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এবার নাম না করে তাঁকে পালটা দিলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। দুজনেই বিশ্বজয়ী অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন। তবে কেউই বর্ষীয়ান সাংসদের নাম নিয়ে কোনও মন্তব্য করেননি।

রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত। ওই ম্যাচে ৭৬ রান করেন ভারত অধিনায়ক। ম্যাচের সেরাও হন তিনি। কিন্তু তাতেও সন্তুষ্ট হননি সৌগত। ম্যাচ শেষে এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমি ম্যাচের প্রতিটা বল দেখেছি। ভারত খুব লড়াই করে জিতেছে। রোহিত শর্মা সম্পর্কে বলার, ও আগে ভালো খেলতে পারছিল না। এর আগে একটা ম্যাচেও নিজের জায়গা জাস্টিফাই করতে পারেনি। রোহিত শর্মা যেহেতু ক্যাপ্টেন, আমার মনে হয়েছিল এই বিষয়টা বলা দরকার। ও ক্যাপ্টেন, ওর পারফর্ম করা উচিত। আজ রোহিত পারফর্ম করেছে। কিন্তু ও যদি সেঞ্চুরি করত আরও খুশি হতাম। তাহলে ভারতের জয়টা আরও সহজ হত। সেটা হয়নি কারণ উনি প্রলোভনে পা দিয়ে একটা বলে স্টাম্প আউট হলেন।” উল্লেখ্য, দিনকয়েক আগে এই সৌগতই রোহিতকে তুলোধোনা করেছিলেন।

সৌগতর এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই এক্স হ্যান্ডেলে ট্রফি হাতে রোহিতের ছবি পোস্ট করেন কুণাল ঘোষ। ক্যাপশনে লেখেন, ‘রোহিতের এই সাফল্যের পেছনে অধ্যাপক রায়ের ভূমিকা সত্যিই অনস্বীকার্য !!!!!’ অন্যদিকে, সংবাদমাধ্যমের সামনে মদন বলেন, “অনেকে মনে করেন রোহিত শর্মার সময় হয়ে এসেছে. তাকে বাদ দেওয়া উচিত, এমন লোকগুলো সম্পর্কে বেশি কিছু না বলাই ভাল। এরা মুর্খের দল! রোহিত শর্মা প্রমাণ করলেন যে তিনি ঠিক সময়ে জ্বলে উঠতে জানেন।” কামারহাটির বিধায়ক আরও বলেন, ক্রিকেটারদের নিয়ে এমন বিরূপ মন্তব্য করলে তার প্রভাব পড়ে জনমানসে। তবে সৌগতকে সরাসরি কেউই কিছু বলেননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *