মুসলিম বিধায়কদের ‘চ‌্যাংদোলা’ হুমকি, শুভেন্দুর মন্তব্যে দলেরই ক্ষতির আশঙ্কায় বিক্ষোভ বিজেপিতে

মুসলিম বিধায়কদের ‘চ‌্যাংদোলা’ হুমকি, শুভেন্দুর মন্তব্যে দলেরই ক্ষতির আশঙ্কায় বিক্ষোভ বিজেপিতে

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রাজ্যে ক্ষমতায় এসে মুসলিম বিধায়কদের ‘চ‌্যাংদোলা’ করে রাস্তায় ফেলে দেওয়ার যে হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তা নিয়ে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে পদ্ম শিবিরের সংখ‌্যালঘু নেতা-কর্মীদের মধ্যে।শুভেন্দুর মন্তব্য ছিল, ”বিজেপি ক্ষমতায় এলে ওদের (তৃণমূলের) যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে, তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলব।” নির্দিষ্ট সম্প্রদায়কে আক্রমণ করে বিরোধী দলনেতার এমন মন্তব‌্যে হতাশ তাঁরা। কার্যত শুভেন্দুর এমন হুঁশিয়ারিতে দলেরই ক্ষতি হচ্ছে বলে অভিযোগ বিজেপির সংখ‌্যালঘু নেতাদের।

বিধানসভার সামনে দাঁড়িয়ে  বিরোধী দলনেতার ‘চ‌্যাংদোলা’ মন্তব‌্যে বসিরহাটের স্বরূপনগরের বিজেপি মণ্ডল সভাপতি তারক সাহার বক্তব‌্য, ‘‘বিরোধী দলনেতা বলছেন সংখ‌্যালঘু ভোটের প্রয়োজন নেই। কোনও রাজনৈতিক নেতা এধরনের কথা বলতে পারেন না। তাহলে আমাদের দলের হয়ে সংখ‌্যালঘু কর্মীরা কেন খেটেছেন?’’ আর এক মণ্ডল সভাপতি হাসনায়ক হোসেন মণ্ডল সংবাদ মাধ‌্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘শুভেন্দুবাবুর ভাষা দেখে মনে হয়, বিজেপিকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন না। গত লোকসভা ভোটে দলের আসন সংখ‌্যা ১৮ থেকে ১২-তে নেমে আসার জন‌্য উনিই (শুভেন্দু) দায়ী।’’

শুভেন্দুর বিরুদ্ধে দলেরই নানা মহলে ক্ষোভ ছড়ানোর প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘এসব কথা বলা যায় না। তাহলে বিজেপি সংখ‌্যালঘু মোর্চা তুলে দিক। মোদি ‘সবকা সাথ সবকা বিকাশ’ নয় বলুন। বিরোধী দলনেতার বিরোধিতা হচ্ছে বিরোধী দল থেকেই।’’ উল্লেখ‌্য, বিরোধী দলনেতার এমন মন্তব‌্য কাঙ্খিত নয় বলে জানিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ‌্য সভাপতি দিলীপ ঘোষও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *