সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবে হাড়হিম হত্যাকাণ্ড। জেলবন্দি গ্যাংস্টারের মা’কে গুলি করে মারল দুষ্কৃতীরা। ভাইরাল হয়ে গিয়েছে ভিডিও। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই মহিলার সঙ্গে গাড়িতে থাকা এক ব্যক্তিরও।
২০২২ সালের সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডে অভিযুক্ত গ্যাংস্টার জগ্গু ভগবানপুরিয়া। তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে। গত মার্চে তাকে গ্রেপ্তার করা হয়। তার মা হরজিৎ কৌর নির্বাচিত হয়েছিলেন গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে। শুক্রবার তিনি গাড়িতে করে যাচ্ছিলেন। সেই সময়ই গাড়ির পাশে হাজির হয় বাইক আরোহীরা। গুলিতে ঝাঁঝরা হয়ে যান হরজিৎ এবং তাঁর সহযাত্রী। তাঁদের মুখ, বুক, যকৃত ক্ষতবিক্ষত হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁদের। হামলার পিছনে কোন মোটিভ রয়েছে তা বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা।
पंजाब –
गुरदासपुर जिले के बटाला में कल रात गैंगस्टर जग्गू भगवानपुरिया की मां की गोलियां बरसाकर हत्या कर दी गई। वो कार से कहीं जा रही थीं, तभी बाइक पर बदमाश आए और गोलियां चला दी। pic.twitter.com/95WJ0s3lRh
— Sachin Gupta (@SachinGuptaUP) June 27, 2025
এদিকে ভাইরাল হয়ে গিয়েছে হত্যাকাণ্ডের ভিডিও। মুষলধারে বৃষ্টির মধ্যে যেভাবে বাইকে চেপে দুষ্কৃতীরা এসে গুলি চালাচ্ছে, তা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। এদিকে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে পুলিশ ইতিমধ্যেই সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। মনে করা হচ্ছে, অভিযুক্তদের গ্রেপ্তার করলে এই বিষয়ে নতুন তথ্য হাতে আসবে।