মুম্বইয়ের মুকুটে নতুন পালক! মার্কিন মুলুকে টি-২০ লিগের শিরোপা জয় নীতা আম্বানির দলের

মুম্বইয়ের মুকুটে নতুন পালক! মার্কিন মুলুকে টি-২০ লিগের শিরোপা জয় নীতা আম্বানির দলের

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের মুকুটে নতুন পালক! মেজর লিগ ক্রিকেট লিগের শিরোপা জিতল নীতা আম্বানির দল এমআই নিউ ইয়র্ক। মাত্র তিন বছরের মধ্যে দ্বিতীয় এমএলসি ট্রফি জয়ের স্বাদ পেল তারা। হাড্ডাহাড্ডি ফাইনালে ৫ রানে ওয়াশিংটন ফ্রিডমকে হারিয়ে দ্বিতীয়বার ট্রফি জয়ের স্বাদ পায় এমআই নিউ ইয়র্ক।

প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৮০ রান তোলে এমআই নিউ ইয়র্ক। জবাবে ওয়াশিংটন ফ্রিডমের ইনিংস থামে ৫ উইকেটে ১৭৫ রানে। এর আগে, ২০২৩ সালে এমএলসির প্রথম মরশুমেই ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল এমআই নিউ ইয়র্ক। ডালাসে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ওয়াশিংটন ফ্রিডম দল টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। যদিও অসাধারণ শুরু করে নিউ ইয়র্ক। মোনাঙ্ক প্যাটেল এবং কুইন্টন ডি’ককের ওপেনিং জুটিতেই ওঠে ৭২ রান। ব্যক্তিগত ২৮ রানে মোনাঙ্ক ফিরলেও দমানো যায়নি ডি’কককে। তিনি ৪৬ বলে ৭৭ রানের আগ্রাসী ইনিংস উপহার দেন। তাঁর ইনিংসে ছিল ৬টি চার এবং ৪টি ছক্কা। তিনি ছাড়া আর কোনও ব্যাটার সেভাবে রান পাননি।

জবাবি শুরুটা একেবারেই হয়নি ওয়াশিংটনের। প্রথম বলেই সাজঘরে ফেরেন মিচেল ওয়েন। তাঁকে ফেরান কিউয়ি তারকা ট্রেন্ট বোল্ট। একই ওভারে শূন্য রানে ফেরেন আন্দ্রিস গুস। অর্থাৎ তাদের স্কোর হয়ে যায় ০/২। এরপর জ্যাক এডওয়ার্ডসকে সঙ্গে নিয়ে ৮৪ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন রাচীন রবীন্দ্র (৭০)। এডওয়ার্ডস ব্যক্তিগত ৩৩ রানে ফিরে যাওয়ার পর রবীন্দ্রর সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যান গ্লেন ফিলিপ্স। কিন্তু রাচীন রবীন্দ্র আউট হওয়ায় ক্রিজে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি নামার পর রানের গতি কিছুটা শ্লথ হয়ে পড়ে। ১৬ বলে মাত্র ১৫ রান করে এই অজি তারকা নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তিনি যখন আউট হলেন, ওয়াশিংটনের জয়ের জন্য প্রয়োজন ২ বলে ১০। সেটা আর সম্ভব হয়নি। গ্লেন ফিলিপস ৩৪ বলে ৪৮ রানে অপরাজিত থাকলেও দলকে জয়ের সরণিতে নিয়ে যেতে ব্যর্থ হন।

রুশিল উগারকার ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন। ট্রেন্ট বোল্টও ৩২ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। ম্যাচ জয়ের পর এমআই নিউ ইয়র্কের মালকিন নীতা আম্বানি বলেন, “মুম্বই ইন্ডিয়ান্স পরিবারের জন্য এটা সত্যিই একটা গর্বের মুহূর্ত। এমআই নিউ ইয়র্ক তিন বছরের মধ্যে তাদের দ্বিতীয় এমএলসি ট্রফি জিতল। আবেগ, বিশ্বাস এবং দলগত পারফরম্যান্সের ফসল এটা। এ বছর আমরা ভারতে উইমেন প্রিমিয়ার লিগ থেকে দক্ষিণ আফ্রিকা এবং এখন মার্কিন মুলুকে মেজর লিগ ক্রিকেট টুর্নামেন্ট জিতেছি। খেলোয়াড়, কোচ, সমর্থক এবং আমাদের বিশ্বব্যাপী এমআই পরিবারের প্রত্যেক সদস্যকে অভিনন্দন।” উল্লেখ্য, বিশ্বব্যাপী মোট ১৩টি চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এর মধ্যে রয়েছে ৫টি আইপিএল শিরোপা, ২টি উইমেন প্রিমিয়ার লিগ শিরোপা, ২টি মেজর লিগ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, ২টি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি, ILT20 (এমআই এমিরেটস) এবং SA20 (এমআই কেপ টাউন, 2025)। মোট দেশে পাঁচটি দল নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স বিশ্বব্যাপী টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে এভাবেই আধিপত্য বজায় রেখেছে তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *