মুম্বইয়ের কনসার্টে সেনা জওয়ানদের বিশেষ সম্মান, কী করলেন শ্রেয়া?

মুম্বইয়ের কনসার্টে সেনা জওয়ানদের বিশেষ সম্মান, কী করলেন শ্রেয়া?

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈসরনে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে ফুঁসছে গোটা দেশ। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের সাফল্য যেন প্রত্যেক দেশবাসীর ক্ষতে প্রলেপের মতো। সেনাদের প্রতি শ্রদ্ধা, সম্মান বেড়েছে সকলের। গায়িকা শ্রেয়া ঘোষালও ব্যতিক্রম নন। অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে গানের মাধ্যমে সেনা জওয়ানদের শ্রদ্ধা জানালেন তিনি।

শনিবার মুম্বইয়ের কনসার্টে দিব্যি স্বমেজাজে গান গাইছিলেন শ্রেয়া। শ্রোতারা তাড়িয়ে তাড়িয়ে গান উপভোগ করছিলেন। মাঝে আচমকা গান থামান। বলতে শুরু করেন, “প্রতিটি সেকেন্ড এই যে নিশ্চিন্তে আমরা দাঁড়িয়ে আছি তার কারণ কেউ সীমান্ত রক্ষা করে চলেছেন। কোনও সেনা জওয়ান, সেনা আধিকারিক দেখতে পেলেই তাঁদের পা স্পর্শ করা উচিত। এই গানটি আমার তাঁদের পা স্পর্শের যেন মাধ্যম।” এরপর সব শ্রোতা এবং কলাকুশলীদের সঙ্গে গলা মিলিয়ে ‘মা তুঝে সালাম’ গানটি করতে শোনা গিয়েছে শ্রেয়াকে। অনুষ্ঠান মঞ্চে শ্রেয়ার সম্মান প্রদর্শনীর ভঙ্গিমা মুগ্ধ করেছে শ্রোতাদের। তাঁকে ধন্য ধন্য করছেন প্রায় সকলেই।

 
 
 
 
 
View this submit on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

বলে রাখা ভালো, গত ২২ এপ্রিল, পহেলগাঁওতে জঙ্গি হামলার শিকার হন নিরীহ ২৬ জন মানুষ। পাকিস্তানকে ঘায়েল করতে পালটা ভারতীয় সেনার অপারেশন সিঁদুর। গত ৭ মে থেকে দুই দেশের মধ্যে অশান্তির আবহ তৈরি হয়। তারই মাঝে গত ১০ মে, মুম্বইতে ছিল শ্রেয়ার কনসার্ট। তবে দেশের তৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে সেই সময় অনুষ্ঠান স্থগিত করে দেন গায়িকা। পরে দিনক্ষণ জানানো হবে বলেই অনুরাগীদের জানান। মাঝে সংঘর্ষবিরতি জারি হয়। দেশে শান্তি ফেরার পর অনুষ্ঠানের নতুন দিনক্ষণ ঘোষণা করেন শ্রেয়া। “আরও শক্তিশালী হয়ে ফেরা”র কথা বলেন গায়িকা। সেইমতো গত ২৪ মে অর্থাৎ শনিবার অনুষ্ঠান করেন শ্রেয়া। ওই অনুষ্ঠানে গানের পাশাপাশি সেনাকে সম্মান জানানোর পন্থায় সকলের মন জিতলেন বঙ্গকন্যা।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *