সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ৫ ফেব্রুয়ারি রাত থেকে বাঙালির ইতিহাস মুছে ফেলতে সক্রিয় হয়েছিল বাংলাদেশের ‘বিপ্লবী ছাত্র’ দল। গুঁড়িয়ে দেওয়া হয় ৩২ ধানমন্ডির শেখ মুজিবর রহমানের বাড়ি। ওই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলেছিল ভারতের বিদেশ মন্ত্রক। রবিবার পালটা বিবৃতিতে দিল্লির বক্তব্যকে ‘অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত’ বলল ঢাকা। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রফিকুল ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে’ ভারতের বিবৃতির নিন্দা করলেন। ঠিক কী বলেছেন তিনি?
(প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।)