মুঙ্গের থেকে অস্ত্র এনে পাচারের চেষ্টা! বহরমপুরে প্রচুর বন্দুক, কার্তুজ-সহ গ্রেপ্তার ৩ কুখ্যাত

মুঙ্গের থেকে অস্ত্র এনে পাচারের চেষ্টা! বহরমপুরে প্রচুর বন্দুক, কার্তুজ-সহ গ্রেপ্তার ৩ কুখ্যাত

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


কল্যাণ চন্দ্র, বহরমপুর: বিপুল অস্ত্র, জালনোট-সহ গ্রেপ্তার করা হল তিন দুষ্কৃতীকে। দুর্গাপুজো মিটতেই অভিযান চালিয়ে বড় সাফল্য পেল বহরমপুর থানার পুলিশ। ওইসব অস্ত্র বিহারের মুঙ্গের থেকে নিয়ে আসা হয়েছিল বলে প্রাথমিক সূত্রে খবর। ধৃতদের হেফাজতে নিয়ে আরও জেরা করা হবে বলে পুলিশ জানিয়েছে। আজ, রবিবার সকালে বমাল ওই দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়েছে।

জানা গিয়েছে, ওই তিন দুষ্কৃতীর নাম যাহাবুল মণ্ডল, মুকুল মণ্ডল এবং হকদার শেখ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের কাছে খবর আসার পরেই অভিযান চালানো হয়। বহরমপুর বাসস্ট্যান্ডের কাছে ওই তিনজন দাঁড়িয়েছিল। পুলিশ তাদের গিয়ে পাকড়াও করে। তল্লাশি চালাতেই তাদের থেকে ওই অস্ত্র, গুলি ও টাকা বেরিয়ে পড়ে। এরপরেই ওই তিনজনকে গ্রেপ্তার করে বহরমপুর থানায় নিয়ে যাওয়া হয়।

3 miscreants arrested with firearms in Baharampur
উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি।

উদ্ধার হয়েছে আটটি আগ্নেয়াস্ত্র, ১৬টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি। এছাড়াও তাদের থেকে মিলেছে ৬ হাজার টাকার জালনোট। ধৃত তিনজনের বাড়িই মুর্শিদাবাদে। হকদার শেখ আগে জেলবন্দি ছিল। ছাড়া পাওয়ার পরেই ফের অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে জেরায় জানা গিয়েছে, ওই বন্দুক, গুলি, ম্যাগাজিন মুঙ্গের থেকে নিয়ে আসা হয়েছিল। মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মজিদ খান জানিয়েছেন, বহরমপুর বাসস্ট্যান্ডে আজ সকালে ওই তিনজন আগ্নেয়াস্ত্র এবং গুলি হস্তান্তর করার উদ্দেশ্যে দাঁড়িয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। কাদের ওই অস্ত্র পাচার করার কথা ছিল? আর কারা এই চক্রের সঙ্গে জড়িত? তার খোঁজ চলছে। ধৃতদের এদিনই বহরমপুর আদালতে তোলা হয়েছে। পুলিশ হেফাজতে নিয়ে তাদের জেরা করা হবে বলে জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ







Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *