মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের করা মামলায় আইনজীবী বদল, মমতার হয়ে লড়বেন কল্যাণ

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের করা মামলায় আইনজীবী বদল, মমতার হয়ে লড়বেন কল্যাণ

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দায়ের করা মামলায় আইনজীবী বদল। আইনজীবী সঞ্জয় বসুর বদলে মুখ্যমন্ত্রীর হয়ে মামলা লড়বেন বর্ষীয়ান আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়। বুধবার কলকাতা হাই কোর্টে বিচারপতি টি এস শিবজ্ঞানমের এজলাসে এমনটাই জানিয়েছে ফক্স অ্যান্ড মণ্ডল সলিসিটার সংস্থা। এদিন কল্যাণ এজলাসে উপস্থিতও ছিলেন। তবে মামলার শুনানি হয়নি।

গত বছর বিধানসভা উপনির্বাচনে জিতে আসা দুই বিধায়ক বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার রেয়াত হোসের শপথগ্রহণকে কেন্দ্র করে রাজ্য ও রাজভবনের মধ্যে জটিলতা চরম আকার নিয়েছিল। সেইসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সব চারজনের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকেছিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর তরফে এতদিন সেই মামলা লড়ছিলেন সঞ্জয় বসু। এবার আইনজীবী বদল করলেন মুখ্যমন্ত্রী। এদিন ফক্স অ্যান্ড মণ্ডল সলিসিটার সংস্থার তরফে আইনজীবী বদল করার কথা জানানো হয়েছে। সঙ্গে বলা হয়েছে, এই সলিসিটার ফার্মকে না জানিয়ে মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপাল মামলায় হাই কোর্ট যেন কোনও পদক্ষেপ না করে। এদিন মামলার শুনানি হয়নি। পরবর্তী শুনানির দিনক্ষণ পরে জানানো হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *