মুখরোচক চানাচুরের প্লাটিনাম জুবিলি, প্রকাশিত হল বিশেষ ডাকটিকিট

মুখরোচক চানাচুরের প্লাটিনাম জুবিলি, প্রকাশিত হল বিশেষ ডাকটিকিট

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালির প্রিয় স্বাদের বয়স ৭৫ বছর! প্লাটিনাম জুবিলি পালন করল মুখরোচক চানাচুর। এই উপলক্ষে ভারতীয় ডাক বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে বিশেষ ডাকটিকিট প্রকাশ করা হল। পাশাপাশি কলকাতায় মুখরোচকের গোবিন্দপুরের কারখানা ও উদ্যানে অনুষ্ঠানে প্রকাশ্যে এল সংস্থার নতুন প্রোডাক্ট ‘ইনস্ট্যান্ট ভেলপুরি’। যা কিছুদিনের মধ্যেই বাজারে মিলবে। ‘ইনস্ট্যান্ট ভেলপুরি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখরোচকের ব্যান্ড অ্যাম্বাসাডর কোয়েল মল্লিক।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ডাক বিভাগের কলকাতা শাখার ডিরেক্টর হামাদ জাফর। এছাড়াও ছিলেন সঙ্গীত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা ও উপস্থাপক মীর আফসার আলি এবং মুখরোচকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর কোয়েল মল্লিক। ছিলেন মুখরোচকের কর্ণধার প্রণব চন্দ্র, বিজনেস হেড প্রতিক চন্দ্র, সিইও সঙ্গীতা চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে উঠে আসে একটি ছোট প্রতিষ্ঠান থেকে মুখরোচকের মহীরুহ হয়ে ওঠার দুরন্ত কাহিনি।

Mukharochak Celebrates the Completion of its Platinum Jubilee

এদিন অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব ছিলেন মীর। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। এরপরেই সংস্থার প্লাটিনাম জুবিলি উপলক্ষে প্রকাশিত হয় ডাকটিকিট। মুখরোচকের কর্তাদের উপস্থিতিতে যা প্রকাশ করেন ভারতীয় ডাক বিভাগের কলকাতা শাখার ডিরেক্টর হামাদ জাফর। এইসঙ্গে অভিনেত্রী কোয়েল মল্লিক সংস্থার নতুন প্রোডাক্ট ‘ইনস্ট্যান্ট ভেলপুরি’ লঞ্চ করেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *