‘মুখপাত্র নই, যা বলার ভারতীয় হিসেবে বলেছি’, বিতর্কের মধ্যেই মুখ খুললেন শশী থারুর

‘মুখপাত্র নই, যা বলার ভারতীয় হিসেবে বলেছি’, বিতর্কের মধ্যেই মুখ খুললেন শশী থারুর

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলকে অস্বস্তিতে ফেলে চলেছেন তিনি। ফলে তাঁর উদ্দেশে কড়া বার্তা দিয়ে দিয়ে চলেছে কংগ্রেস। এবার শশী থারুর সেই বার্তার জবাব দিলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি দাবি করলেন, তিনি কংগ্রেস বা কেন্দ্রীয় সরকারের মুখপাত্র নন। যা বলার তা একজন ভারতীয় হিসেবে বলেছেন।

কংগ্রেস সাংসদকে বলতে শোনা গিয়েছে, ”এই সময়ে দাঁড়িয়ে, এই সংঘর্ষের সময়ে আমি একজন ভারতীয় হিসেবেই কথা বলেছি। আমি অন্য কারও হয়ে কথা বলতে চাইনি। আমি দলের মুখপাত্র নই। সরকারের মুখপাত্রও নই। যা বলেছি, তাতে আপনি সম্মত হোন বা না হোন, আমাকে আলাদা করে দায়ী করুন। সেটাই ভালো হবে।” সেই সঙ্গেই তাঁর মন্তব্য, ”’আমি স্পষ্ট করে বলতে চাই যে, আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছি। এমন একটা সময়ে যখন আমাদের পতাকাকে ঘিরে থাকাই গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে আন্তর্জাতিকভাবে। মানুষের আমার দৃষ্টিভঙ্গিকে অগ্রাহ্য করতে পারে। দলের সঙ্গে এই নিয়ে কোনও যোগাযোগ হয়নি।’

ঠিক কী বলেছিলেন শশী? দিন দুই আগেই এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, তা অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছেন মোদি। শশীর বক্তব্য ছিল, “টেলিভিশনের সামনে এসে মানুষের চোখের দিকে তাকিয়ে প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনা হোক কিংবা যুদ্ধ, মোদি তাঁর কর্তব্য পালন করেছেন। এর জন্য আমি খুশি। গোটা পরিস্থিতি অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করা হয়েছে। কোনও পর্যায়েই কোনওরকম ত্রুটি ছিল না।” শশীর সেই মন্তব্য যে কংগ্রেসের জন্য অস্বস্তির কারণ, সেটা আলাদা করে বলার প্রয়োজন নেই। সে নিয়ে প্রশ্ন করা হলে জয়রাম রমেশ সাফ বলে দিলেন, “শশী সাহেব যেটা বলেন সেটা তাঁর ব্যক্তিগত বক্তব্য। কোনওভাবেই কংগ্রেসের এর সঙ্গে সম্পর্ক নেই।” এবার ফের এই নিয়ে মুখ খুললেন কংগ্রেস সাংসদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *