সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর ছবি ‘রক্তবীজ ২’, অ্যাকশন থ্রিলার ঘরারনার এই ছবি ঘিরে দর্শকের মধ্যে এক তুমুল উন্মাদনা রয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে এবারের পুজোর ছবি ‘রক্তবীজ ২’। এর আগে একে একে প্রকাহস্যে এসেছে ছবির বিভিন্ন প্রচার ঝলক। এবার প্রকাশ্যে এল ‘রক্তবীজ ২’ ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার।
ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা। মিমি ও আবির অপরাধীকে খুঁজে বের করতে তৎপর। সঙ্গে আরও একবার নজর কেড়েছে সমুদ্রতটে নীল বিকিনিতে মিমি। সঙ্গে রয়েছে নুসরত, অঙ্কুশ ও কৌশানীর ঝলক। রোদচশমায় আলাদা করে নজর কাড়লেন আবির। তাঁকে এবার যেন অ্যাকশন হিরো হিসাবে নতুনভাবে আবিষ্কার করবেন দর্শক।
উল্লেখ্য, প্রথম ছবিটিতে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটকে ব্যবহার করা হয়েছিল। এবার নন্দিতা-শিবপ্রসাদের ফ্রেমে ফুটে উঠবে রাষ্ট্রপতি পদে থাকাকালীন প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনি। জানা যায়, নড়াইলের ভদ্রবিলার চাঁচড়া গ্রামের ঘোষবাড়িতে রাধা-গোবিন্দ মন্দির, ঘাটবাঁধানো পুকুর, বড় দালান, এমন পরিবেশেই শৈশবের বছর পাঁচেক কাটিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রাদেবী। সেই জামাই আপ্যায়ণের ঝলক দেখা যাবে ‘রক্তবীজ ২’ ছবিতে। গল্পে বাংলাদেশ, পদ্মাপাড়ের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রণবের সাক্ষাৎ থেকে ‘ভিলেন মুনিরে’র উল্লেখ আগেই মিলেছে ‘রক্তবীজ ২’-এর একাধিক ঝলকে। এবার বড়পর্দায় পুরোটা দেখার অপেক্ষা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন