মিস্ত্রি থেকে ব্যবসায়ী! রাতারাতি উত্থান হতেই বাড়িতে ইডি, ঝাড়গ্রামের এই ‘নিশাচর’ কে?

মিস্ত্রি থেকে ব্যবসায়ী! রাতারাতি উত্থান হতেই বাড়িতে ইডি, ঝাড়গ্রামের এই ‘নিশাচর’ কে?

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: সাইকেল সারানোর মিস্ত্রি থেকে বড় ব্যবসায়ী। বালি কারবারে হাত পাকিয়ে রাতারাতি ভাগ্য ফেরায় চাকরিকে বুড়ো আঙুল দেখিয়ে বনে যান ব্যবসায়ী। তড়িৎগতিতে এহেন উত্থানের পরই কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে পড়লেন ঝাড়গ্রামের ‘নিশাচর’ শেখ জাহিরুল। ততদিনে অবশ্য তাঁর দাপট নিজের গ্রাম ছাড়িয়ে পাঁচ গ্রামের মানুষ কাছে পৌঁছেছে। পদে না থেকেও পদাধিকারীদের ওঠবস করাতে পারেন অনায়াসে! কুঁড়েঘর থেকে আজ তিনতলা প্রাসাদপ্রম বাড়ি দাপুটে লোকের বাড়িতে সাতসকালে ইডির হানায় হতভম্ব গ্রামবাসীরা। সোমবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার নয়াবসান গ্রামের শেখ জাহিরুল আলির বাড়িতে ইডির দল হানা দেয়। জানা গিয়েছে, বেশ মোটা অঙ্কের টাকা উদ্ধার হয়েছে এই অভিযানে।

সাতসকালে জাহিরুলের বাড়ি ঘিরল কেন্দ্রীয় বাহিনী। নিজস্ব ছবি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাহিরুলরা তিন ভাই। বড় দাদা কেন্দ্রীয় বাহিনীতে চাকরিরত অবস্থায় মারা যান। সেই চাকরি পায় তাঁর ছোটভাই। জাহিরুল একটি টিনের শেড দেওয়া ছোট্ট সাইকেল দোকানে যন্ত্রাংশ সারাইয়ের কাজ করতেন। পুলিশের কাজ বালির টাকার কাছে তুচ্ছ ছিল। সেই কাজ ছেড়ে পুরোপুরি বালি ব্যবসায় যুক্ত হন জাহিরুল। সেটা ছিল ২০১৪ সাল। সঙ্গে সঙ্গে তাঁর ভাগ্য পরিবর্তন হতে থেকে। শাসকদলের ঘনিষ্ঠ হতে থাকেন। পাশাপাশি থানাগুলিতে পুলিশের সঙ্গে অবাধে ওঠাবসা শুরু হয়। কলকাতার একটি বালি মাইন সংস্থার (জিডি মাইনস) সঙ্গে বালিখাদান গুলিতে শেয়ার নিয়ে ব্যবসাও শুরু করেন।

এরপর আর্থিকভাবে ফুলেফেঁপে উঠতে থাকে। স্থানীয়দের দাবি, সন্ধ্যার পরই বাড়ি থেকে ব্যবসার জন্য বেরিয়ে যেতেন তিনি। দিনে ঘুম, রাতে কারবার চলত। কলকাতার ওই সংস্থার সঙ্গে মোটা টাকার লেনদেনের বিষয়টি ইডির নজরে এনে দেয়। কয়েক বছরের মধ্যে নিজের কুঁড়েঘরটিকে ঝাঁ-চকচকে তিনতলা বাড়িতে পরিণত হয়। জাহিরুলের এই বেআইনি ব্যবসার সঙ্গে আরও অনেকেই জড়িত বলে মনে করা হচ্ছে। পুলিশ মহলে তাঁর এতটাই দহরম-মহরম যে একটি বিশেষ সূত্রে জানা গিয়েছে, কোনও একটি থানার ওসিকে গাড়ি কিনে দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন জাহিরুল!

শেখ জাহিরুল ও তাঁর স্ত্রী। নিজস্ব ছবি।

জানা গিয়েছে, গোপীবল্লভপুর ১ এবং গোপীবল্লভপুরে দুই ব্লকে সুবর্ণরেখা নদীর তীরে চারটি বৈধ খাদান আছে। অভিযোগ, বালি তোলার বৈধ জায়গার পরিবর্তে রাতের অন্ধকারে অন্য চর থেকে বালি তোলা হত এবং ভুয়ো সিও এবং গাড়িতে নকল নম্বর প্লেট লাগিয়ে বালি পাচার করা হত। যা কিনা কলকাতা-সহ বিভিন্ন জায়গায় পাচার হয়ে যেত। তার সব বালি খাদানগুলিতে বিরাট প্রভাব। বিপুল অর্থ উপার্যনের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সাথে জাহিরুলের ঘনিষ্ঠতাও রয়েছে তুঙ্গে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে কোনও সমস্যা ‘টাকা দিয়ে’ নিমেষে সমাধান করতেন বলে দাবি স্থানীয়দের।

এনিয়ে গোপীবল্লভপুর এক ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ বলেন, “জাহিরুল দলের কোনও পদে ছিল না। সে তৃণমূলের সমর্থক। ২০১৪ সাল থেকে অনেকের মতো সেও শেয়ারে বালি ব্যবসা করতে। কোথায় কে দুর্নীতি করেছে, সেটা বলা সম্ভব নয়।” ঝাড়গ্রাম জেলা সিপিএম সম্পাদক প্রদীপ কুমার সরকারের বক্তব্য, “ইডির এই ধরনের অভিযান আরও নিয়মিত হওয়া প্রয়োজন। এক শ্রেণির নব্য ধনী তৈরি হয়েছে। এরা সারাসরি শাসকদলের সঙ্গে যুক্ত। উদ্ধার হওয়া টাকা যাতে গরিব মানুষের কাজে লাগানো যায় সেটা দেখা প্রয়োজন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *