মা হচ্ছেন ক্যাটরিনা! ঢিলেঢালা পোশাকের আড়ালে স্ফীতোদর, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

মা হচ্ছেন ক্যাটরিনা! ঢিলেঢালা পোশাকের আড়ালে স্ফীতোদর, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে সাদা ঢিলেঢালা কোঅর্ড সেট। টাইট করে বাঁধা পনিটেল। মেকআপের লেশমাত্র নেই! মাস্কে ঢাকা মুখ। একেবারে ধীর গতিতে অতি সন্তপর্ণে বোটের সিঁড়ি বেয়ে উঠছেন ক্যাটরিনা কাইফ। আর গাড়ি থেকে বেরনোর পর থেকে বোটে ওঠা পর্যন্ত রাস্তায় স্ত্রীকে আগলে রেখেছেন ভিকি কৌশল! ছবিশিকারিদের সুবাদে এমন ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন তুঙ্গে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেল, গাড়়ি থেকে নেমে ধীরে-সুস্থে জেটির দিকে যাচ্ছেন ক্যাটরিনা। সামনে ভিড় ঠেলে স্ত্রীকে জায়গা করে দিচ্ছেন ভিকি কৌশল। দম্পতির পরনে রং মিলান্তি সাদা পোশাক। আর কালো মাস্ক। ক্যামেরা দেখেই ক্যাটরিনা যেন খানিকটা সতর্ক হয়ে গেলেন। একাধিকবার অভিনেত্রীর অস্বস্তি ধরা পড়েছে লেন্সে। তবে ওই ভিডিওতে নজর কাড়ল অভিনেত্রীর পরনে পোশাক। ঢিলেঢালা কো-অর্ড সেটের একটি মাত্র বোতাম কোনওমতে আটকানো। নেটপাড়ার অনুমান, হয়তো স্ফীতোদরের জন্যই বোতাম আটকাতে পারেননি! কারও বা আবার নজর পড়ল তাঁর হাঁটাচলার দিকে। সবমিলিয়ে ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় বলিপাড়া থেকে নেটপাড়া।

জানা গিয়েছে, ব্যস্ত শিডিউল থেকে কিছুটা সময় বের করে আলিবাগে কোয়ালিটি টাইম কাটাতে গিয়েছেন ভিকি-ক্যাটরিনা। গাড়িতে গেলে ঘুরপথে অনেকটা সময় লেগে যেত। সেই কারণেই বোট ধরে আলিবাগের উদ্দেশে রওনা হন তাঁরা। প্রসঙ্গত,
রণবীর-দীপিকা হোক কিংবা রণবীর-আলিয়া থেকে বরুণ-নতাশা, বলিউডের বর্তমান প্রজন্মের তারকাদম্পতিদের প্রায় সকলেই মা-বাবা হিসেবে জীবনের নতুন ইনিংস উপভোগ করছেন। সেই প্রেক্ষিতে ভিকি-ক্যাটরিনা অনুরাগীদেরও প্রত্যাশা বেড়েছে। তাদের আবদার, মিষ্টি সেলেব দম্পতির সংসারে এবার খুদে অতিথি আসুক। এর আগেও যদিও ক্যাটরিনার মা হওয়ার জল্পনা শোনা গিয়েছিল।

 
 
 
 
 
View this publish on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bollywood Pap (@bollywoodpap)

বিয়ের বয়স সাড়ে তিন বছর। আরব সাগরের তীরে সুখের ঘরকন্না সাজিয়েছেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। আর এর মধ্যেই কৌশল পরিবারের বউমা ক্যাট সুন্দরী একেবারে ঘোরতর সংসারী গিন্নি হয়ে উঠেছেন। কড়া হাতে সংসার খরচের পাই-পয়সার হিসেব রাখেন অভিনেত্রী। শুধু তাই নয়, পুজোআচ্চা করে ইতিমধ্যেই শাশুড়ির নয়নমণি হয়ে উঠেছেন ক্যাটরিনা। চলতিবছরের কুম্ভমেলাতেও শাশুড়ির সঙ্গে গিয়ে আস্থার ডুব দিয়ে এসেছিলেন অভিনেত্রী। বিয়ের পর সিনেমা নির্বাচনের ক্ষেত্রেও অনেকটা সচেতন তিনি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *