মা দুর্গাই জুড়লেন ভাঙা সংসার! পুজোর কলকাতায় স্ত্রী-কন্যাকে নিয়ে ‘প্যান্ডেল হপিং’ সুস্মিতা সেনের ভাই রাজীবের

মা দুর্গাই জুড়লেন ভাঙা সংসার! পুজোর কলকাতায় স্ত্রী-কন্যাকে নিয়ে ‘প্যান্ডেল হপিং’ সুস্মিতা সেনের ভাই রাজীবের

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের বিভিন্ন পর্যায়ে সম্পর্ক বাঁক নেওয়া নতুন নয়! কিন্তু মাঝপথে যদি থেমে যায় সেই সম্পর্কের গতি? সেটা যে কোনও ব্যক্তির জন্যেই সুখকর নয়। জীবনের ঠিক এমনই একটি মোড়ে এসে পৌঁছেছেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন এবং চারু অসোপা। ২০২৩ সালে আইনিভাবে বিচ্ছেদ হয়েছে তাঁদের। একে-অপরের দিকে কাদা ছোড়াছুড়িও কম করেননি! সুস্মিতার ভাইয়ের বিরুদ্ধে গার্হ্যস্থ হিংসার অভিযোগও এনেছিলেন হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির খ্যাতনামা অভিনেত্রী চারু অসোপা। মাসখানেক আগে শোনা গিয়েছিল, ডিভোর্সের পর অভাবের তাড়নায় অনলাইনে পোশাক বিক্রি করতে হয়েছে চারুকে। তবে পুজোর কলকাতায় ফ্রেমবন্দি হল একেবারে অনন্য দৃশ্য। কন্যাসন্তানকে নিয়ে একফ্রেমে চারু-রাজীব।

তেইশ সালে আইনিভাবে দু’জনের পথ আলাদা হয়। তারপর তিক্ত দাম্পত্য অভিজ্ঞতার কথা শুনিয়েছিলেন উভয়পক্ষই। তবে এবার পুজোর আবহে জোড়া লাগল চারু-রাজীবের ভাঙা সংসার। একমাত্র কন্যাকে নিয়ে কলকাতায় ঠাকুর দর্শনে বেরিয়েছেন বলিপাড়ার তারকা দম্পতি। বলিউড মাধ্যম সূত্রে খবর, দুর্গাপুজো এবং নবরাত্রি উদযাপনের জন্য মুম্বই থেকে কলকাতায় এসেছেন তাঁরা। চারু অসোপাও প্যান্ডেল হপিংয়ের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সেসব ফ্রেমবন্দি মুহূর্তই প্রমাণ, চারু-রাজীবের দাম্পত্য-ক্ষতে মলমের প্রলেপ পড়েছে, বরফ গলেছে মান-অভিমানেরও। পুজোর আবহে আদ্যোপান্ত বাঙালি সাজে ধরা দিলেন তাঁরা। আটপৌরে স্টাইলে লাল পাড় সাড়া শাড়ি পরেছেন সুস্মিতা সেনের ভ্রাতৃবধূ। আর রাজীবের পরনে লাল পাঞ্জাবি। মণ্ডপের গর্ভে হাসিমুখে সেলফিও তুললেন তাঁরা। সাক্ষী মা দুর্গা। তাঁদের মেয়ে জিয়ানাও টুকটুকে লাল শাড়ি পরে ঠাকুর দেখতে বেরিয়েছে মা-বাবার সঙ্গে।

সুস্মিতার ভাই রাজীব সেনের সঙ্গে অভিনেত্রী চারু অসোপার বিয়ে হয় ২০১৯ সালে। ২০২১ -এ তাঁদের মেয়ে জিয়ানার জন্ম হয়। গুঞ্জন, তারপরই রাজীব-চারুর দাম্পত্যে চিড় ধরে। বছর দুয়েক আগে তাঁদের আইনি বিচ্ছেদও ঘটে। এরপর থেকেই মেয়েকে নিয়ে মুম্বইতে একা খরচ সামলাতে হিমশিম খাচ্ছিলেন চারু। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, সন্তানের দিকে চেয়েই নিজেদের সমস্যা মিটিয়ে নিয়েছেন রাজীব-চারু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *