অরূপ বসাক, মালবাজার: মালবাজারে পাটখেতে নাবালিকার দেহ উদ্ধার। খুনের অভিযোগ পরিবারের। ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তদের মধ্যে রয়েছে এক বৃদ্ধও। তবে কী কারণে খুন? তা নিয়ে রয়েছে বিস্তর ধোঁয়াশা।
দিন চারেক আগে মেটেলি ব্লকের পাটখেত থেকে এক নাবালিকার নিথর দেহ উদ্ধার হয়। প্রথমে আত্মহত্যা নাকি, খুন তা নিয়ে প্রশ্ন ওঠে। পরিবার খুনের অভিযোগ জানায়। এলাকায় গুজন ছড়ায় এক যুবকের সঙ্গে নাবালিকার প্রেমের সম্পর্ক ছিল। তার জেরেই খুন বলে মনে করা হতে থাকে। তবে প্রেমিকের সঙ্গে কথা বলার পর উঠে আসে অন্য তথ্য এমনই দাবি পুলিশের।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্তে নামে পুলিশ। পুলিশ নাবালিকার বাড়ির এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করে। তারপর রবিবার গভীর রাতে মেটেলি থানার ভারপ্রাপ্ত আধিকারিক (আইসি) মিকমা লেপচার নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল অভিযান চালিয়ে মেটেলি থেকে বৃদ্ধকে গ্রেপ্তার করে। আজ, সোমবার অভিযুক্ত বৃদ্ধকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশের দাবি, তদন্তে উঠে এসেছে আরও বেশ কয়েকজন এই খুনের ঘটনায় জড়িত। তবে কী কারণে খুন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্তদের মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল তথ্য খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ফরেনসিক দলকেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এখনই কিছু মন্তব্য করতে রাজি নন তদন্তকারীরা।স্থানীয়দের মধ্যে এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি তুলে সরব এলাকাবাসী।