বাবুল হক, মালদহ: রিল বানানো নেশা। বন্দুক নিয়ে সেই রিল বানানোর সময় গুলিবিদ্ধ হলেন যুবক! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজারে। গুলিবিদ্ধ ওই যুবকের নাম বুবাই ঘোষ। পুলিশ ঘটনার তদন্তে নেমে ওই বাড়ি থেকে দুটি বেআইনি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু কার্তুজ উদ্ধার করেছে। কোথা থেকে ওই বন্দুক এল? সেই বিষয়ে তথ্য পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।
ঘটনাটি শুক্রবার রাতের। ইংরেজবাজার থানার মহদীপুরে পঞ্চায়েতের বারোদুয়ারি গ্রামের বাসিন্দা বছর ২১-এর বুবাই ঘোষ। দীর্ঘদিন ধরে সোশাল মিডিয়ায় রিল বানানোর নেশা তাঁর। গতকাল, রাতে গুলিভর্তি একটি আগ্নেয়াস্ত্র নিয়ে ওই যুবক রিল বানাচ্ছিলেন! আচমকাই বন্দুক থেকে গুলি ছিটকে তাঁর ডান পায়ে লাগে! রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। গুলিবিদ্ধ হওয়ার ঘটনা লুকিয়ে যাওয়ার চেষ্টা করে পরিবারের লোকজন। তবে পুলিশের কাছে ঘটনার কথা পৌঁছে যায়।

ইংরেজবাজার থানার পুলিশ হাসপাতাল ও ওই যুবকের বাড়ি পৌঁছয়। বাড়িতে তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে দুই বেআইনি আগ্নেয়াস্ত্র। উদ্ধার হয় বেশ কিছু কার্তুজ। কীভাবে ওই বাড়িতে বেআইনি আগ্নেয়াস্ত্র এল? তাহলে কি ওই পরিবার অসামাজিক কাজের সঙ্গে যুক্ত? নাকি অস্ত্রপাচারের সঙ্গে যুক্ত? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ আসার আগেই ওই পরিবারের পুরুষরা গা ঢাকা দিয়েছে বলে খবর। পরিবারের মহিলাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। হাসপাতালে ভর্তি থাকা ওই যুবককে আটক করেছে পুলিশ। হাসপাতালেই তাঁর উপর নজরদারি চলছে। ঘটনায় স্বতঃপ্রনোদিত মামলা রুজু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন