‘মার্কিন হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে’, ট্রাম্পের চোখরাঙানির পর অবশেষে স্বীকার করল ইরান

‘মার্কিন হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে’, ট্রাম্পের চোখরাঙানির পর অবশেষে স্বীকার করল ইরান

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন হামলার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলি! অবশেষে তা মেনে নিল তেহরান। ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই একটি সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন। উল্লেখ্য, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়টি মানতে চায়নি ইরান।

গত রবিবার ইরানের ৩ পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, আমেরিকার সেনাবাহিনী ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্রে ‘সফল ভাবে’ হামলা চালিয়েছে। তারপর থেকে মধ্যপ্রাচ্যে আরও ভয়ংকর হয়ে ওঠে যুদ্ধপরিস্থিতি। একাধিক দেশের মার্কিন সেনাঘাঁটিতে পালটা হামলা চালায় ইরানও। শেষ পর্যন্ত যুদ্ধবিরতির পথে হেঁটেছে সবপক্ষ।

কিন্তু মার্কিন হামলায় ইরানের পরমাণুকেন্দ্রগুলি ক্ষতিগ্রস্ত হয়নি বলেই এতদিন দাবি করে এসেছে সেদেশের প্রশাসন। এহেন পরিস্থিতিতে বুধবার প্রকাশ্যে এসেছে স্যাটেলাইট ইমেজ। সেখানে দেখা যাচ্ছে, পরমাণু কেন্দ্রগুলিতে বড়বড় গর্ত হয়ে গিয়েছে। ভেঙেচুরে গিয়েছে গবেষণা কেন্দ্রের একাধিক ভবনও। তবে একাধিক ধ্বংসস্তূপের মধ্যেও তেজস্ক্রিয় বিকিরণের খবর মেলেনি। সেই ছবি দেখে ট্রাম্প দাবি করেন, ইরানের তিনটি পরমাণু ঘাঁটি একেবারে মুছে গিয়েছে।

ট্রাম্পের এই দাবির খানিক পরেই ইরানের তরফে মেনে নেওয়া হয়, মার্কিন হামলায় ক্ষতি হয়েছে। সেদেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, “আমাদের পরমাণু কেন্দ্রগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই নিয়ে কোনও সন্দেহ নেই।” তবে কী কী ক্ষতি হয়েছে সেই নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। যদিও ইরান পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ জানান, পরমাণু গবেষণা আরও জোরদার গতিতে শুরু হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *