মায়াপুরে দেবশ্রী-রুক্মিণী, কামারহাটিতে শিবপ্রসাদ, রথযাত্রা উৎসবে মাতোয়ারা টলিপাড়া

মায়াপুরে দেবশ্রী-রুক্মিণী, কামারহাটিতে শিবপ্রসাদ, রথযাত্রা উৎসবে মাতোয়ারা টলিপাড়া

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রথের রশিতে টান পড়া মানেই পুজো পুজো ভাবের শুরু। ২৭ জুন, শুক্রবার শহর ও শহরের অদূরে রথযাত্রায় সামিল হলেন টলিপাড়ার তারকারা। জগন্নাথদেবের আরাধনায় মাতলেন তাঁরা। কীভাবে এই উৎসবে সামিল হলেন তাঁরা দেখে নিন।

মায়াপুর ইস্কনে রথযাত্রায় সামিল হলেন দুই প্রজন্মের অভিনেত্রী দেবশ্রী রায় ও রুক্মিণী মৈত্র। ২৭ জুন এমনিতেই রুক্মিণীর জন্মদিন আর তার পাশাপাশি মায়াপুরের সঙ্গে তাঁর এক নিবিড় যোগ রয়েছে ছোত থেকেই তাই এদিন্ন রথযাত্রায় হাসি মুখে তাঁর অগ্রজ দেবশ্রী রায়ের সঙ্গে মেতে উঠলেন মায়াপুরের রথযাত্রায়।


নতুন ছবি আসছে। রথের দিনেই পুজোর ছবি নিয়ে প্রথম এক ধাপ এগিয়েছেন তিনি। কথা হচ্ছে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের। রথযাত্রার দিন কামারহাটিতে জগন্নাথদেবের আরাধনায় মাতলেন তিনি। টানলেন রথের রশি।

ইনস্টাগ্রামে পুরির জগন্নাথ দেবের মন্দিরের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন এদিন অভিনেত্রী মিমি চক্রবর্তী। পুরী তিনি গিয়েছেন কিনা তা না জানলেও এভাবেই হল তাঁর জগন্নাথ আরাধনা।

সুপারস্টার জিৎও একইরকমভাবে তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে দুহাত জোড় করে জগন্নাথদেবের মন্দিরের দিকে মুখ করে রয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘জয় জগন্নাথ’।

অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাড়িতে প্রতিবছর জমজমাট করে আয়োজিত হয় জগন্নাথদেবের নানা আচার অনুষ্ঠান এবং রথও। এদিন রাজ ঘরনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে জগন্নাথদেবের ছবি পোস্ট করে রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।

নিজের নতুন বাড়িতে রথযাত্রার দিনে বিশেষ পুজোর আয়োজন করেছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।

সংগীতশিল্পী ইমন চক্রবরতীর বাড়ির জগন্নাথ দেবের আরাধনা জমজমাটভাবে হয় প্রতি রথযাত্রায়। এবছরও তার অন্যথা হল না। স্বামী নীলাঞ্জনের সঙ্গে ভক্তি ভরে সপরিবারে জগন্নাথ আরাধনা করলেন ইমন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *