সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভমান গিল কিংবা অভিষেক শর্মা তাঁরই হাতে তৈরি। এই দুই ওপেনার টিম ইন্ডিয়ায় এখন দ্যুতি ছড়াচ্ছেন। ‘গুরু’ যুবরাজের টোটকায় বিশ্বমঞ্চে দাপিয়ে খেলছেন তাঁরা। এবার টিম ইন্ডিয়ার কিংবদন্তি অলরাউন্ডার যুবরাজ সিং পাঞ্জাব কিংসের দুই ওপেনার প্রভসিমরন সিং এবং প্রিয়াংশ আর্যকে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন।
ক্রিকেট মহলে যুবরাজের এই ভূমিকা যথেষ্ট কদর পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে তিনি গিল এবং অভিষেককে ‘মানুষ’ করেছেন, সেভাবেই এই দুই তরুণ তারকাকে গড়ে তুলবেন। পাঞ্জাব কিংস তাদের অনুশীলনের ছবি শেয়ার করেছে। সেখানে যুবরাজকে প্রশিক্ষকের ভূমিকায় দেখা গিয়েছে।
দিল্লি প্রিমিয়ার লিগের প্রথম মরশুমে টানা ছ’টি ছক্কা মেরে লাইমলাইটে উঠে আসেন আর্য। এরপর ২০২৫ সালের আইপিএলে পাঞ্জাব কিংস তাঁকে ৩.৮০ কোটি টাকায় দলে নেয়। প্রীতি জিন্টার দলের হয়ে ১৭ ইনিংসে ৪৭৫ রানও করেন তিনি। স্ট্রাইক রেটও ছিল আকর্ষণীয়, ১৭৯.২৪। এবারেও দিল্লি প্রিমিয়ার লিগ আরও একটি দুর্দান্ত মরশুম কেটেছে তাঁর। ৮ ইনিংসে করেছেন ৩০৩ রান। গড় ৩৭.৮৮। স্ট্রাইক রেট ১৬৬.৪৮।
অন্যদিকে, প্রভসিমরন সিং ২০২৩ সাল থেকে পাঞ্জাবের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করে আসছেন। ২০২৩ সালের আইপিএলে এই ওপেনার ১৪ ইনিংসে একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি-সহ করেছিলেন ৩৫৮ রান। ২০২৪ সালের আইপিএলে তিনি করেন ৩৫৪ রান। তবে, ২৫ বছর বয়সি এই খেলোয়াড় ২০২৫ সালের আইপিএলে সেরা ছন্দে ছিলেন। ১৭ ইনিংসে করেছিলেন ৫৪৯ রান। ৪টি হাফ সেঞ্চুরি-সহ তাঁর গড় ছিল ৩২.২৯। যুবরাজের হাতে পড়ে তাঁদের আরও উন্নতি হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
Studying from the .#YuvrajSingh pic.twitter.com/L1lzOxVItD
— Punjab Kings (@PunjabKingsIPL) September 24, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন