মাথার দাম ছিল ৮০ লক্ষ টাকা! ছত্তিশগড়ে খতম শীর্ষ দুই মাও-নেতা রাজু ও কোসা দাদা

মাথার দাম ছিল ৮০ লক্ষ টাকা! ছত্তিশগড়ে খতম শীর্ষ দুই মাও-নেতা রাজু ও কোসা দাদা

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাওবাদের বিরুদ্ধে ফের বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর। ছত্তিশগড়ে যৌথবাহিনীর অভিযানে খতম মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির দুই সদস্য কাট্টা রামচন্দ্র রেড্ডি ওরফে রাজু দাদা এবং কাদারি সত্যনারায়ন রেড্ডি ওরফে কোসা দাদা। দু’জনের মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা করে মোট ৮০ লক্ষ টাকা। এই দুই শীর্ষ নেতার মৃত্যু দেশে মাওবাদী সংগঠনের উপর জোরালো আঘাত বলে মনে করা হচ্ছে। সফল এই অভিযানের প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পুলিশের তরফে জানানো হয়েছে, গত ২২ সেপ্টেম্বর ছত্তিশগড়ের অবুঝমাঢ় এলাকায় মাওবাদীদের উপস্থিতির গোপন খবর আসে গোয়েন্দাদের কাছে। সেইমতো অভিযানে নামে ছত্তিশগড় পুলিশের ডিআরজি ফোর্স এবং আইটিবিপি। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। পিছু হঠার জায়গা না পেয়ে মরিয়া হয়ে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা গুলি চালায় নিরাপত্তাবাহিনী। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াই চলার পর মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির দুই প্রধান রাজু দাদা ও কোসা দাদার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি AK-47 রাইফেল, একটি INSAS রাইফেল, একটি BGL লঞ্চার, প্রচুর পরিমাণে বিস্ফোরক ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। এই ৬৩ ও ৬৭ বছর বয়সি এই দুই মাও নেতা তেলেঙ্গানার বাসিন্দা। কয়েক দশক ধরে দেশে একাধিক মাও অভিযানের মাস্টারমাইন্ড ছিল এরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *