মিরে অ্যাসেট ফিনান্সিয়াল সার্ভিসেসের উদ্যোগে মাত্র পনেরো মিনিটে, সহজে লোন পাওয়ার সুবিধা। কীভাবে এগোলে গ্রাহকরা পেতে পারেন এই সুযোগ? আলোচনা করল টিম সঞ্চয়
পনেরো মিনিটের মধ্যে লোন পাওয়ার সম্ভাবনার দিকে গ্রাহকদের নজর কাড়ার চেষ্টা করছে মিরে অ্যাসেট ফিনান্সিয়াল সার্ভিসেস। লোন এগেনস্ট সিকুইরিটিজের মাধ্যমে নিজেদের ফিনান্সিয়াল অ্যাসেটের ভিত্তিতে শর্ট-টার্মের জন্য ঋণ পেতে পারবেন ইনভেস্টররা। এই প্রসঙ্গে কিছু তথ্য :
১। নিজেদের স্টক বা ফান্ডের ইউনিট “কোল্যাটেরাল” হিসাবে “প্লেজ” করা যেতে পারে।
২। যিনি ইতিমধ্যে সম্পদ গঠন করেছেন নানা ফিনান্সিয়াল অ্যাসেটের সহায়তায়, তিনি এই সূত্রে চট্জলদি লোন পেতে পারেন – তাতে পোর্টফোলিওর অন্তর্গত অ্যাসেট বিক্রি করার দরকার পড়বে না।
৩। সব শর্ত পূরণ হলে দ্রুত প্রসেসিং করবেন কর্তৃপক্ষ, তাতে প্রায় সঙ্গে সঙ্গে লোনের পরিমাণ গ্রাহকের কাছে চলে আসবে। দরখাস্ত থেকে লোন পাওয়া, সবই অনলাইনে করা যাবে।
৪। ঋণের জন্য নির্দিষ্ট হারে সুদ দিতে হবে গ্রাহকদের। সুদের হার : ১০.৫০ শতাংশ (বার্ষিক)। তবে সরাসরি সংস্থার সঙ্গে এই ব্যাপারে আলোচনা করাই ভালো হবে। অথবা সংস্থার পার্টনাররাও গ্রাহকদের সাহায্য করতে পারেন।
৫। বিশেষ করে ফান্ডের ইউনিটের ক্ষেত্রে, সংশ্লিষ্ট ইউনিটের “লিয়েন”(lien) চিহ্নিত করা হবে। মিরে অ্যাসেট জানাচ্ছেন তাঁদের “অ্যাপ্রুভড লিস্ট” যথেষ্ট বড় মিলিয়েমিশিয়ে আছে।
৬। গ্রাহকদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। তা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করা যাবে। লোন অ্যাগ্রিমেন্ট পড়ে সম্মতিও জানাতে হবে – তাও অনলাইনে সম্ভব।
মিরে অ্যাসেটের সূত্রে এই চার্ট দেখে সিদ্ধান্ত নিতে পারবেন গ্রাহকরা। তবে পক্ষপাত নেই আমাদের। প্রতিবার নিজে যাচাই করে নেবেন।
১। লোন এগেনস্ট সিকিউরিটিজ
২। সুদের হার : ১০.৫০ শতাংশ (বার্ষিক হার)
৩। কেবল ইউটিলাইজড অ্যামাউন্টের উপর সুদ দিতে হবে গ্রাহকদের
৪। প্রসেসিং ফি দিতে হবে, এর উপর জিএসটি বসবে
৫। কোনও লক-ইন পিরিয়ড নেই এই ক্ষেত্রে
৬। লোন টেনিওর : এক বছর
৭। পিনাল চার্জ : ডিফল্টের ক্ষেত্রে নেওয়া হবে।
ধরা যাক জনৈক গ্রাহক ৫০,০০০ টাকা লোন নিয়েছেন এক বছরের জন্য। তাঁর ক্ষেত্রে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ১০.৫০ শতাংশ। তাই তাঁর জন্য সঙ্গে দেওয়া শর্তগুলি প্রযোজ্য হবে –
ক। মাসিক সুদ : ৪৩৮ টাকা
খ। বারো মাস ধরে দিতে হবে, প্রতি মাসের গোড়ায়
গ। মোট পেমেন্ট : ৫৫,২৫০ টাকা। এর মধ্যে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট, দুই-ই ধরা আছে।
ঘ। মোট খরচ (“কস্ট অফ লোন”) :
= সুদ + প্রসেসিং ফি + স্ট্যাম্প ডিউটি
= (৫,২৫০+৯৯৯+৫০০) টাকা = ৬,৭৪৯ টাকা