মাত্র ১২ দিনে ৪ ম্যাচ, সূচি বদলাতে আইএসএলকে চিঠি ইস্টবেঙ্গলের

মাত্র ১২ দিনে ৪ ম্যাচ, সূচি বদলাতে আইএসএলকে চিঠি ইস্টবেঙ্গলের

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


স্টাফ রিপোর্টার: মার্চ মাসের প্রথম ১২ দিনে খেলতে হবে চারটি ম্যাচ। এরমধ্যে দু’টি আইএসএলে, বাকি দু’টি এএফসি চ্যালেঞ্জ লিগ কোয়ার্টার ফাইনালে আর্কাডাগের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে সূচি পরিবর্তনের জন্য আইএসএল আয়োজকদের চিঠি দিয়েছে ইস্টবেঙ্গল। লাল-হলুদ শিবিরের কথায়, পরপর এইভাবে ম্যাচ খেললে পর্যাপ্ত বিশ্রাম পাবেন না ফুটবলাররা।

আইএসএলে ২ মার্চ ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি ও ৮ মার্চ শিলংয়ে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। এএফসি চ্যালেঞ্জ লিগে ৫ মার্চ কলকাতায় হোম ম্যাচ। অ্যাওয়ে ম্যাচ হবে ১২ মার্চ। তাই দীর্ঘদিন ধরেই মার্চের সূচি পরিবর্তনের দাবি জানিয়ে আসছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তাদের বক্তব্য, এএফসি-র মতো গুরুত্বপূর্ণ মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করছে লাল-হলুদ। সেখানে এমন ঠাসা সূচির জেরে ফুটবলাররা একেবারেই বিশ্রামের সময় পাবেন না। চ্যালেঞ্জ

উল্লেখ্য, আইএসএলের চলতি মরশুমে চোট সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল। প্রত্যেক ম্যাচেই কোনও না কোনও ফুটবলারকে চোটের জন্য বাইরে রাখতে বাধ্য হয়েছেন কোচ অস্কার ব্রুজো। এহেন পরিস্থিতিতে যদি পরপর ম্যাচ খেলে ফুটবলাররা পর্যাপ্ত বিশ্রাম না পান তাহলে চোট সমস্যা আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, পাঞ্জাব এফসি ম্যাচের আগেও চোট সমস্যা এড়াতে পারছে না লাল-হলুদ শিবির। পাঞ্জাবের বিরুদ্ধে যে রিচার্ড সেলিসকে পাওয়া যাবে না, তা একপ্রকার নিশ্চিত। বুধবার দলের সঙ্গে প্র্যাকটিস করেননি নন্দকুমার, জিকসন সিং, হেক্টর ইউস্তেরাও। নন্দ তো প্র্যাকটিসেই নামেননি, টিম মিটিং করে যুবভারতী ছাড়েন। জিকসন-ইউস্তেরা রিহ্যাব করেন। লিগে নকআউট ম্যাচের কথা মাথায় রেখে আইএসএলের ম্যাচ দেওয়া হোক, চাইছে ইস্টবেঙ্গল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *