সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালে বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন অশ্বিন। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্রয়ের পর আচমকাই সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন তিনি। অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে অবসর ঘোষণা করেন। হঠাৎ করে এইভাবে অবসর নেবেন অশ্বিন, সেটা আন্দাজ করতে পারেননি কেউই। আর সেই ঘটনার এতদিন পর এবার তাঁর অবসর নিয়ে মুখ খুললেন ভারতের কিংবদন্তি এই অফ স্পিনার।
নিজের ইউটিউব চ্যানেলে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলাপচারিতায় নিজের অবসরের কথা বলেন অশ্বিন। ৩৮ বছর বয়সি স্পিনার বলেন, “স্বীকার করছি যে, আমার বয়স হয়ে গিয়েছে। কিন্তু বারবার সফরে গিয়েও বেশিরভাগ সময় বাইরে বসে থাকতে হয়েছিল। যা আমায় একটা সময় বিরক্ত করতে শুরু করেছিল।”
তিনি আরও বলেন, “আমি ঠিকই করে রেখেছিলাম মোটামুটি ৩৪-৩৫ বছর বয়সে অবসর নেব। আমি যখন অবসর নিই, সেটা তো পরিস্থিতির দিকে তাকিয়ে একদম সঠিক সিদ্ধান্তই ছিল, তাই না? তবে এমন নয় যে, দলে অবদান রাখতে চাইনি। যদিও এরপর মনে হল, বাড়িতে বাচ্চাদের সঙ্গে সময় কাটানো ভালো। কারণ তারাও তো বড় হচ্ছে। তাই এখানে বসে আমি কী করছি? মাঠের বাইরে বসে থাকাটা কষ্ট দিয়েছিল। সেই কারণেই এই সিদ্ধান্ত।”
২০১১ সালের নভেম্বরে টেস্ট অভিষেক করেন অশ্বিন। দেশের হয়ে ১০৬টি টেস্টে ৫৩৭ উইকেট নিয়েছেন তিনি। অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে ৫০০-রও বেশি টেস্ট উইকেট শিকার করা দ্বিতীয় ভারতীয় বোলার অশ্বিন। তাঁর আচমকা অবসরে তাজ্জব বনে গিয়েছিলেন অনেকেই। এমনকী ছেলের এমন সিদ্ধান্তে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন তাঁর বাবাও। আর এবার অশ্বিন নিজে অবসরের প্রসঙ্গে মুখ খুললেন।