মাঝ আকাশে বিমানসেবিকাকে অশালীন স্পর্শ! বিমানবন্দরে পুলিশের হাতে ধৃত মত্ত যাত্রী

মাঝ আকাশে বিমানসেবিকাকে অশালীন স্পর্শ! বিমানবন্দরে পুলিশের হাতে ধৃত মত্ত যাত্রী

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝ আকাশে বিমানসেবিকার শরীরে অশালীন স্পর্শ! যাত্রীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে শোরগোল  ইন্ডিগোর বিমানে। মহারাষ্ট্রের বিমানবন্দরে অবতরণের পর মত্ত ওই যাত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।  শুক্রবার ঘটনাটি ঘটলেও রবিবার ঘটনা জানাজানি হয়। এমন অনভিপ্রেত ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে বিমান সংস্থা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে ইন্ডিগোর বিমানটি দিল্লি থেকে মহারাষ্ট্রের শিরডির উদ্দেশে রওনা দিয়েছিল। অভিযোগ, উড়ানের কিছু সময় পর যুবকটি শৌচালয়ের সামনে বিমানসেবিকার সঙ্গে অভব্য আচরণ শুরু করেন। প্রথমে তাঁকে অশালীনভাবে স্পর্শ এবং পরে তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করেছেন বিমানসেবিকা। একাধিকবার বারণ করা সত্ত্বেও যুুবক তা শোনেননি বলেও অভিযোগ।

অবশেষে অস্বস্তি নিয়ে বিমানসেবিকা গোটা ঘটনাটি বিমানের ক্রু ম্যানেজারকে জানান। শিরডি বিমানবন্দরে বিমানটি অবতরণ করলে অভিযুক্তকে প্রথমে আটক করেন আধিকারিকরা। খবর দেওয়া হয় পুলিশে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, ওই যাত্রী মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে মহারাষ্ট্রের রাহাটা থানায় স্বতঃপ্রণোদিত একটি মামলা রুজু করা হয়েছে।

এ প্রসঙ্গে ইন্ডিগোর তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ”শুক্রবার দিল্লি থেকে শিরডির উদ্দেশে রওনা দেওয়া উড়ানে বিমানসেবিকার সঙ্গে এক যাত্রী অভব্য আচরণ করেন। উপস্থিত ক্রু-রা আদর্শ কার্যবিধি অবলম্বন করেন এবং অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন। এই অনভিপ্রেত ঘটনার জন্য আমরা দুঃখিত।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *