মাঝ আকাশে দুই মহিলার মাঝে বসে হস্তমৈথুন! বিমানযাত্রীর ‘কীর্তি’তে জোর শোরগোল

মাঝ আকাশে দুই মহিলার মাঝে বসে হস্তমৈথুন! বিমানযাত্রীর ‘কীর্তি’তে জোর শোরগোল

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানের প্রতিটি আসনে বসে রয়েছেন যাত্রীরা। দুই মহিলার মাঝে বসে রয়েছেন এক যুবক। তার দিকে নজর যেতেই তাজ্জব প্রত্যেক যাত্রী। ওই যুবক বারবার প্যান্টের মধ্যে হাত ঢোকাচ্ছেন। প্রথমে কিছু বুঝতে পারেননি। পরে যদিও স্পষ্ট হয়, ওই যুবক বিমানের মধ্যে হস্তমৈথুন করছেন। তাকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা।

এই ঘটনা ঘিরে সুইস এয়ারের জুরিখ থেকে ড্রেসডেনগামী বিমানে জোর শোরগোল। ৭৩ মিনিটের বিমানযাত্রার মাঝে হইচই পড়ে যায়। ঘড়ির কাঁটায় তখন সকাল ৭টা ৪০ মিনিট হবে। কেবিন ক্রু-দের দাবি, সেই সময় তাঁদের কাছে এই অভিযোগ পৌঁছয়। দুই মহিলা যাত্রী আর্জি জানান, তাঁদের যেন আসন বদলে দেয়। কারণ, প্রকাশ্যে হস্তমৈথুন করা যুবকের পাশে বসতে রীতিমতো অস্বস্তি হচ্ছে তাঁদের।

ড্রেসডেন ফেডারেল পুলিশের তরফে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে। তদন্তকারীরা জানান, ওই যুবক জার্মানির। তিনি দুই মহিলা যাত্রীর মাঝে বসেছিলেন। সেই সময় হস্তমৈথুন করেন। তার গোপনাঙ্গও দেখা যাচ্ছিল। অবশ্য এই প্রথমবার নয়, এর আগে বছর উনচল্লিশের ভারতীয় যুবক কৃষ্ণ কুনাপুলি বস্টনে বিমানে হস্তমৈথুন করার অভিযোগে গ্রেপ্তার হন। আবু ধাবি থেকে বস্টন যাওয়ার পথে বিমানে থাকা কম্বলের নিচে শুয়ে তিনি হস্তমৈথুন করছিলেন বলেই অভিযোগ। এক মহিলা যাত্রী এই অভিযোগ করেন। প্রমাণস্বরূপ একটি ছবিও তদন্তকারীদের দেন। তারপর তাকে গ্রেপ্তার করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *