মহিলা ক্রিকেটারদের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা বিসিসিআইয়ের, কত বেতন পাবেন হরমনপ্রীতরা?

মহিলা ক্রিকেটারদের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা বিসিসিআইয়ের, কত বেতন পাবেন হরমনপ্রীতরা?

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় মহিলা ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বিসিসিআই। গত বছর মহিলা দলের কেন্দ্রীয় চুক্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে এ বছর মোট ১৬ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় রাখল বোর্ড।

অধিনায়ক হরমনপ্রীত কৌর, সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা এবং অলরাউন্ডার দীপ্তি শর্মা রয়েছেন গ্রেড এ-তে। গতবারেও তাঁরা গ্রেড এ-তেই ছিলেন। রেণুকা ঠাকুর, জেমাইমা রদ্রিগেজ, রিচা ঘোষ এবং শেফালি বর্মাকে রাখা হয়েছে গ্রেড বি-তে।

গ্রেড সি-তে যস্তিকা ভাটিয়া, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল, তিতাস সাধু, অরুন্ধতী রেড্ডি, আমনজ্যোত কৌর, উমা ছেত্রী, স্নেহ রানা এবং পূজা বস্ত্রকার। এঁদের মধ্যে শ্রেয়াঙ্কা পাটিল, তিতাস সাধু, অরুন্ধতী রেড্ডি, আমনজ্যোত কৌর এবং উমা ছেত্রীরা নতুন। তাঁরা প্রথমবার বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে শামিল হয়েছেন।

এ বছর যাঁরা চুক্তি হারিয়েছেন, তাঁরা হলেন হারলিন দেওল, মেঘনা সিং, দেবিকা বৈদ্য, সাবিনেনি মেঘনা, অঞ্জলি সারভানি। হারলিন সম্প্রতি বরোদার কোটাম্বি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর প্রথম ওডিআই সেঞ্চুরি করেছেন। তাই তাঁর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া নিয়ে জলঘোলা হতে পারে।

গ্রেড এ: হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, দীপ্তি শর্মা।

গ্রেড বি: রেণুকা ঠাকুর, জেমাইমা রদ্রিগেজ, রিচা ঘোষ, শেফালি ভার্মা।

গ্রেড সি: যস্তিকা ভাটিয়া, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল, তিতাস সাধু, অরুন্ধতী রেড্ডি, আমনজ্যোত কৌর, উমা ছেত্রী, স্নেহ রানা, পূজা বস্ত্রকার।

প্রসঙ্গত, গ্রেড এ-তে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন ৫০ লক্ষ। গ্রেড বি-র ৩০ লক্ষ। গ্রেড সি-তে থাকা ক্রিকেটাররা পাবেন ১০ লক্ষ টাকা।

ভারতীয় মহিলা ক্রিকেট দল শ্রীলঙ্কায় একটি ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণ করবে। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে এই সিরিজকে। দক্ষিণ আফ্রিকাও এই সিরিজে অংশ নিতে চলেছে। এপ্রিল থেকে মে-র মধ্যে সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা। টুর্নামেন্টের সমস্ত ম্যাচ হবে কলম্বোয়। সেপ্টেম্বরে ভারতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টের সম্ভাব্য ভেন্যুগুলির মধ্যে রয়েছে ভাইজাগ, পাঞ্জাব, মুলানপুর, ইন্দোর, ত্রিবান্দ্রম এবং গুয়াহাটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *