সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় পাঞ্জাবের মন্ত্রী! এমনই এক ছবি প্রকাশ্যে এনে আম আদমি পার্টির নেতা তথা মন্ত্রী রভজোৎ সিংয়ের বিরুদ্ধে আক্রমণ শানালেন শিরোমণি আকালি দলের নেতা বিক্রম সিং মাজিথিয়া। ওই ছবিকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠল পাঞ্জাবের রাজনীতি। মাজিথিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করার হুঁশিয়ারি দিয়েছেন রভজোৎ। তাঁর দাবি, এআই ছবি ব্যবহার করে কুৎসা ছড়ানো হচ্ছে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]