সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের ভাণ্ডারায় অর্ডিনান্স ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণ। শব্দ শোনা গেল পাঁচ কিলোমিটার দূর থেকে। ঘটনায় একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ ভাণ্ডারা জেলার ওই অর্ডিনান্স ফ্যাক্টারিটি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে। কালো ধোঁয়ায় ডেকে যায় গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে সেটার শব্দ শোনা যায় ৫ কিলোমিটার দূর থেকে। শোনা যাচ্ছে, বিস্ফোরণের তীব্রতায় ওই ফ্যাক্টরির ছাদ ভেঙে পড়ে। সেসময় অন্তত ডজনখানেক কর্মী সেখানে কাজ করছিলেন। স্থানীয়দের দাবি, ঘটনায় একাধিক কর্মীর মৃত্যু হতে পারে।
After the accident blast in Ordnance Manufacturing facility Jawahar Nagar Bhandara, firefighters and ambulances have been dispatched to the spot, rescue operation is presently underway. A roof has collapsed which is being eliminated with the assistance of JCB. A complete of 12 persons are reported to be…
— ANI (@ANI) January 24, 2025
ভাণ্ডারের জেলা কালেক্টর সঞ্জয় কোল্টে জানিয়েছেন, “ভাণ্ডারার অর্ডিনান্স ফ্যাক্টরিতে একটা দুর্ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উদ্ধারকারী দল এবং মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। এখন উদ্ধারকাজ চলছে।” তিনিই জানান, বিস্ফোরণে কারখানার ছাদ ভেঙে পড়ে। সেসময় ১২ জন কাজ করছিলেন। তারা সবাই ধ্বংসস্তুপে চাপা পড়েন। তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ এবং অ্যাম্বুল্যান্সও পাঠানো হয়েছে।
এদিকে এই ঘটনা নিয়েও শুরু হয়েছে রাজনীতি। মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের সভাপতি নানা পাটোলের অভিযোগ, সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না হওয়ার জেরেই এই বিস্ফোরণ। এর জন্য দায়ী মোদি সরকারের ব্যর্থতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন