মহাকুম্ভে যাওয়ার পথে অঘটন, ঝাড়খণ্ডে মৃত্যু বাংলার ৪ পুণ্যার্থীর

মহাকুম্ভে যাওয়ার পথে অঘটন, ঝাড়খণ্ডে মৃত্যু বাংলার ৪ পুণ্যার্থীর

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকুম্ভে যাওয়ার পথে ফের অঘটন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা চারচাকা গাড়ির। তাতে ধাক্কা মারে আরও একটি গাড়ি। ঝাড়খণ্ডের ধানবাদের রাজগঞ্জ থানা এলাকার এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার পুণ্যার্থীর। তাঁরা সকলেই বাংলার বাসিন্দা। তবে তাঁদের নাম, ঠিকানা এখনও জানা যায়নি।

শুক্রবার রাত। ঘড়ির কাঁটায় রাত ১টা হবে। একটি চারচাকা গাড়িতে করে বেশ কয়েকজন পুণ্যার্থী মহাকুম্ভে যাচ্ছিলেন। আচমকাই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে গাড়িটি। ওই গাড়িটিকে আবার আরও একটি গাড়ি ধাক্কা মারে। এই দুর্ঘটনায় ১০ জন জখম হন।

তড়িঘড়ি আহতদের উদ্ধার করা হয়। তাঁদের ধানবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা চারজনকে মৃত বলে জানান। বাকি ছজনের এখনও চিকিৎসা চলছে। ওই হাসপাতালে দেহগুলির ময়নাতদন্ত করা হবে। জানা গিয়েছে, মৃতরা সকলেই বাংলার বাসিন্দা। তবে তাঁদের নাম, পরিচয় এখনও জানা যায়নি। এর আগে পুরুলিয়া থেকে মহাকুম্ভে যাওয়ার পথে মৃত্যু হয় চার পুণ্যার্থীর। আসানসোলের দুই পুণ্যার্থীও পথ দুর্ঘটনায় প্রাণ হারান। ওই গাড়িটি কেন দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারল, তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির গতিবেগ অতিরিক্ত ছিল নাকি গাড়িচালক নেশাতুর ছিলেন, তাও তদন্তসাপেক্ষ বলেই জানিয়েছেন তদন্তকারীরা। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *