মস্তিষ্কে রক্তক্ষরণ, এয়ারলিফ্ট করে দিল্লিতে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রীকে

মস্তিষ্কে রক্তক্ষরণ, এয়ারলিফ্ট করে দিল্লিতে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রীকে

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মস্তিস্কে রক্তক্ষরণের জেরে গুরুতর অসুস্থ ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী রামদাস সোরেন। শনিবার তড়িঘড়ি তাঁকে এয়ারলিফ্ট করে নিয়ে যাওয়া হয়েছে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা সংকটজনক।

সূত্রের খবর, শনিবার সকালে রামদাস আচমকা শৌচাগারে পড়ে যান। তারপরই তাঁকে জামশেদপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসক জানান, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। জমাট বেঁধে যাচ্ছে রক্ত। এরপরই তড়িঘড়ি তাঁকে এয়ারলিফ্ট করে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন। তবে হাসপাতাল সূত্রে খবর, এখনও সংকটজনকই রয়েছেন রামদাস। 

ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি বলেন, “শনিবার সকালে রামদাস শৌচাগারে পড়ে যান। তারপরই তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটেছে। রামদাসের পরিবারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি এবং তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছি। হাসপাতালের তরফে জানা গিয়েছে, উচ্চ রক্তচাপের কারণে তাঁর মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছে।” ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘জেএমএমের সাহসী সৈনিক এবং রাজ্যের শিক্ষামন্ত্রী রামদাস সোরেন দিল্লিতে চিকিৎসাধীন। তাঁর সংগ্রাম এবং নিষ্ঠা আমাদের সকলকে অনুপ্রেরণা জেগায়।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *