সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনদিনের রাশিয়া সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। বৃহস্পতিবার তাঁর সঙ্গে সাক্ষাৎ হল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেছেন। সেই পরিপ্রেক্ষিতে পুতিন-জয়শংকরের সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, শুল্ক যুদ্ধের আবহে দীর্ঘদিনের ‘বাণিজ্যবন্ধু’ রাশিয়াকে আরও কাছে টানছে ভারত। মস্কোর প্রতি বিদেশমন্ত্রী এস জয়শংকরের বার্তা, আরও মজবুত বাণিজ্য সম্পর্ক গড়তে হবে আমাদের। রুশ সংস্থাগুলিকে ভারতীয় অংশীদারদের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সেই সঙ্গেই তাঁকে বলতে শোনা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের সবচেয়ে স্থিতিশীল সম্পর্ক ভারত ও রাশিয়ার।
সম্প্রতি ট্রাম্প ভারতের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন। তারপর রুশ তেল আমদানির ‘অপরাধে’ আরও ২৫ শতাংশ শুল্ক চাপে ভারতের উপর। এহেন পরিস্থিতিতে বুধবার জানা যায়, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য রাশিয়াকে বিপুল পরিমাণ তেলের বরাত দেওয়া হয়েছে। তার কারণ সম্প্রতি ব্যারেলপ্রতি তিন ডলার ছাড় দেওয়া হয়েছে উরালের তেলে। হিসাব অনুযায়ী, এই ছাড়ের অঙ্কটা ৫ শতাংশ। তবে এই নিয়ে সরকারিভাবে কোনও পক্ষই কিছু জানায়নি। তবে এটা পরিষ্কার, রাশিয়ার থেকে তেল কেনা বাড়িয়ে আমেরিকাকেই পালটা বার্তা দিয়েছে দিল্লি। এই পরিস্থিতিতে জয়শংকরের মস্কো সফরকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এর আগে রাশিয়ায় গিয়েছিলেন নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ক্রেমলিনে তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তাঁদের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে রুশ সংবাদমাধ্যম সূত্রে।