মনের মানুষ খুঁজে না পেয়ে ‘বিরহিনী’ শ্রীমা! কার উদ্দেশে পোস্ট করলেন সোশাল মিডিয়ায়?

মনের মানুষ খুঁজে না পেয়ে ‘বিরহিনী’ শ্রীমা! কার উদ্দেশে পোস্ট করলেন সোশাল মিডিয়ায়?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশে বেড়তে গিয়ে বেশ কিছুদিন আগেই পায়ে আরও একবার চোট পেয়েছেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। গত বছর পায়ের মারাত্মক জখম থেকে সুস্থ হয়ে ওঠার পর ফের একই জায়গায় চোট পেয়েছেন। তবে এই মুহূর্তে বোধহয় পায়ের চোট ভুলে ‘আদিত্য’কে খুঁজতে বেরিয়েছেন শ্রীমা। কে এই আদিত্য?

আসলে এই ‘আদিত্য’ হল জনপ্রিয় হিন্দি ছবি ‘জব উই মেট’র শাহিদ কাপুর অভিনীত চরিত্র ‘আদিত্য’। তাকেই এবার খুঁজে ফিরছেন অভিনেত্রী। সদ্য থাইল্যান্ড ট্রিপ থেকে ফিরেছেন শ্রীমা। সেখানকারই একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শ্রীমা লিখেছেন, ‘জীবনের এই জার্নিটা ভীষণ সুন্দর। এটা আমার কাছে একটা খুব সুন্দর জার্নি। তবে আমি এখনও ভীষণই রোম্যান্টিক একজন মানুষ। আমার জীবনে ‘জব উই মেট’ ছবির মতো আদিত্যর আসার অপেক্ষায় রয়েছি।’ তাঁর এই ক্যাপশন পড়ে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।

 
 
 
 
 
View this put up on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shreema Bhattacherjee (@shreemabhattacherjee)

উল্লেখ্য, বছর খানেক আগে পায়ে লিগামেন্ট ছিঁড়ে গিয়ে দীর্ঘদিন বাড়িতে বন্দি ছিলেন শ্রীমা। চিকিৎসকের পরামর্শে সেরে উঠেছিলেন। তবে সেই চোটের উপরেই ফের আঘাত পেয়েছেন অভিনেত্রী। সম্প্রতি বিদেশে বেড়াতে গিয়েছিলেন শ্রীমা। থাইল্যান্ডে বেড়াতে গিয়েই নাকি এই বিপত্তি ঘটিয়েছেন তিনি। জানা যাচ্ছে, থাইল্যান্ড বেড়াতে গিয়ে বৃষ্টির মধ্যে স্কুটি থেকে পড়ে গিয়ে ফের পায়ে চোট পান শ্রীমা। পুরনো ক্ষতের জায়গাতেই ফের চোট পান। ওই অবস্থাতেই পুরো ট্যুর শেষ করে দেশে ফিরেই চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন অভিনেত্রী। প্রথমে ব্যথার ওষুধ খেয়ে কাজ চালালেও অবস্থা রীতিমতো গুরুতর পর্যায়ে পৌঁছায় বলেই জানা গিয়েছে। এই মুহূর্তে তাঁর চিকিৎসা চলছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *