সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধ পরিস্থিতির মাঝেই ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। শুক্রবার রাত ১টা ৪৪ মিনিট নাগাদ ব্যাপক কম্পন অনুভূত হয় পাকিস্তানে। যার জেরে কেঁপে ওঠে সীমান্তবর্তী আফগানিস্তানও। জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.০। অবশ্য ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।
ন্যাশনাল সেন্টার ফল সিসমোলজির রিপোর্ট অনুযায়ী, ২৯.৬৭ ডিগ্রি উত্তর এবং ৬৬.১০ ডিগ্রি পূর্ব অক্ষাংশ-দ্রাঘিমাংশে, ভূপৃষ্ট থেকে মাত্র ১০ কিলোমিটার নিচে। যার জেরেই ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। চলতি সপ্তাহে এই নিয়ে চারবার ভূমিকম্পের কবলে পড়ল পাকিস্তান। বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী, সাধারণত ভূপৃষ্ঠ থেকে অল্প গভীরতায় ভূমিকম্পের কেন্দ্রস্থল হলে তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশী থাকে, এখানেও সেটাই হয়েছে। ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ্যে না এলেও আফটার শকের আশঙ্কা রয়েছে।