সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় বড়সড় নাশকতার ছক! মধ্যমগ্রাম বিস্ফোরণে ব্যবহার করা হয়েছে আইইডি! এমনটাই প্রাথমিক অনুমান তদন্তকারীদের। রবিবার গভীর রাতে মধ্যমগ্রাম বয়েজ স্কুল সংলগ্ন ‘রবীন্দ্র মুক্ত মঞ্চ’ এলাকায় প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে। আর সেই ঘটনায় ইতিমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে। আর তা খতিয়ে দেখে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তদন্তকারীদের অনুমান, বিস্ফোরণে ব্যবহার করা হয়েছে আইইডি। তবে তা কম তীব্রতা সম্পন্ন ছিল।
আর এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই শুরু হয়েছে একাধিক জল্পনা। প্রশ্ন উঠছে শান্ত বাংলাকে অশান্ত করতেই মৃত যুবক, উত্তরপ্রদেশের বাসিন্দা সচিদানন্দ মিশ্র মধ্যমগ্রামে আসে? অন্যদিকে বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ”বড় ষড়যন্ত্র আছে কিনা, কারা জড়িত, কে আছে পুলিশ তদন্ত করছে।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে বেশ কিছু তার, ব্ল্যাকটেপ, একটি ডিভাইস সহ কিছু নমুনাও সংগ্রহ করেছেন ফরেন্সিক আধিকারিকরা। সেগুলি আরও গভীরে গিয়ে বিশ্লেষণ করছেন আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে সচিতানন্দের গতিবিধি। বিশেষ করে মধ্যমগ্রামে সে মধ্যরাতে কেন এসেছিল, কোথায় থাকছিল সেটিও এসটিএফের নজরে রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন