মধ্যপ্রদেশে ‘বিষাক্ত’ কফ সিরাপ খেয়ে ১০ শিশুর মৃত্যু! গ্রেপ্তার চিকিৎসক

মধ্যপ্রদেশে ‘বিষাক্ত’ কফ সিরাপ খেয়ে ১০ শিশুর মৃত্যু! গ্রেপ্তার চিকিৎসক

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর শিশুমৃত্যুর জেরে মধ্যপ্রদেশে নিষিদ্ধ করা হয়েছে ‘বিষাক্ত’ কাশির সিরাপ ‘কোল্ডরিফ’। এবার গ্রেপ্তার হলেন যে চিকিৎসক সেটি প্রেসক্রাইব করেছিলেন সেই ড. প্রবীণ সোনি। উল্লেখ্য, সিরাপটিকে নিষিদ্ধ করেছে তামিলনাড়ু এবং রাজস্থান সরকারও।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, শনিবারই এফআইআর দায়ের হয় ড. সোনির বিরুদ্ধে। সেই সঙ্গেই কফ সিরাপটির নির্মাতা স্রিসান ফার্মাসিউটিক্যালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ লিপিবদ্ধ করা হয়। একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। 

জানা গিয়েছে, তদন্তে উঠে আসে ড. সোনি তাঁর প্রেসক্রিপশনে এই কফ সিরাপ খাওয়ার কথা লিখেছিলেন। পরীক্ষায় ধরা পড়ে এতে ৪৮.৬ শতাংশ ডাইথিলিন গ্লাইকল রয়েছে। এই বিষাক্ত রাসায়নিকটির প্রয়োগে শিশুদের কিডনি বিকল হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। সেক্ষেত্রে মৃত্যুও হয় চোখের নিমেষে। 

সূত্রানুসারে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছে। কফ সিরাপের যথেচ্ছ ব্যবহার রোধ এবং তার গুণমান যাচাইয়ের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে সেই বৈঠকে। 

গত কয়েকদিন ধরেই মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা এবং রাজস্থানের সিকার এলাকায় পরপর শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। সামান্য জ্বর থেকেই আচমকা কিডনি বিকল হয়ে মৃত্যু হচ্ছিল তাদের। মধ্যপ্রদেশে সবমিলিয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে জানা যাচ্ছে, জ্বর হলেই অসুস্থ শিশুটিকে সরকারি হাসপাতালে ৬ ঘণ্টার জন্য নজরদারিতে রাখা হচ্ছে। অবস্থার অবনতি হলে শিশুদের জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে।

গতকাল, শনিবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, “কোল্ডরিফ সিরাপের কারণে ছিন্দওয়ারায় শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। সমগ্র মধ্যপ্রদেশে এই সিরাপের বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। সিরাপ তৈরির কারখানাটি তামিলনাড়ুর কাঞ্চিপুরমে অবস্থিত। তাই রাজ্য সরকার তামিলনাড়ু সরকারকে তদন্তের জন্য আর্জি জানিয়েছে। শনিবার সকালে রিপোর্ট পাওয়া গিয়েছে। তার ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *