সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মাতাল’ স্বামীর অত্যাচারে অতিষ্ঠ স্ত্রী। অত্যাচার থেকে বাঁচতে তিন শিশুকন্যাকে নিয়ে আলাদা থাকছিলেন। অর্থ সংকট দেখা দিয়েছিল। তাতেই অতিষ্ঠ হয়ে তিন নাবালিকা মেয়ের ভাতে বিষ মিশিয়ে খুনের অভিযোগ উঠল মায়েরই বিরুদ্ধে। ঘটনায় বউমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শ্বশুর-শাশুড়ি।
মহারাষ্ট্রের থানের ঘটনা। ২০ জুলাই ২৭ বছর বয়সি যুবতী তাঁর পাঁচ, আট, দশ বছরের তিন মেয়ের ভাতে বিষ মিশিয়ে খাইয়ে দেয় বলে অভিযোগ। তিনজনই বমি করতে শুরু করে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনকে ২৪ তারিখ নাসিকের এক হাসাপাতালে পাঠানো হয়, সেখানেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে নাবালিকা। তারপর দিনই
দুইজনের অবস্থা খারাপ হয়। মুম্বইয়ের একটি হাসপাতালে রেফার করা হয় তাদের। সেখানেই ২৫ জুলাই মারা যায় দুইজন। এই ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্তে নামে পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পর পুলিশ জানতে পারে নাবালিকাদের শরীরে বিষ পাওয়া গিয়েছে।
এরপরই মৃতাদের মাকে জেরা করতে শুরু করেন তদন্তকারীরা। পুলিশের দাবি, অভিযুক্ত জেরায় মেয়েদের হত্যার কথা স্বীকার করেছেন। তাঁর দাবি, তিনিও আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন। এই কাণ্ডে হয়েছে তাঁর স্বামীর জন্য। মায়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।