মতুয়াদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য! মহুয়া মৈত্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে চিঠি মতুয়াদের

মতুয়াদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য! মহুয়া মৈত্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে চিঠি মতুয়াদের

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: জনসভা থেকে মতুয়াদের সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জের। এবার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে থানায় দায়ের হল অভিযোগ। সাংসদের বিরুদ্ধে চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই ঘটনায় প্রতিবাদে মিছিলও হয় বনগাঁয়।

সম্প্রতি একটি জনসভা থেকে মতুয়াদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করেন মহুয়া মৈত্র। সোশাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। তাতেই দানা বাঁধে বিতর্ক। সেই ঘটনায় শুক্রবার বনগাঁ থানায় অভিযোগ দায়ের করল মতুয়া মহাসংঘের লিগাল সেল। মহুয়া মৈত্রের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন লিগাল সেলের চেয়ারম্যান মুকুল বিশ্বাস। পাশাপাশি, সাংসদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সম্পাদক সুকেশচন্দ্র চৌধুরী বলেন, “মহুয়া মৈত্র হিন্দু ধর্মের কুলাঙ্গার। উনি পদে পদে হিন্দুদের অপমান করেন। আগে আমরা দেখেছি মা কালীকে তিনি মদ এবং মাংসের দেবতা বলেছিলেন। শুধু মতুয়া নয়, তিনি সমগ্র হিন্দু সমাজকে অপমান করেছেন। ওঁরা জানে হিন্দুদের যত অপমান করা হবে, মুসলিম ভোটব্যাঙ্ক তত এক জায়গায় আসবে।” মুখ্যমন্ত্রীর পদক্ষেপের অপেক্ষায় মতুয়ারা।

matua maha sangha logged fir against mahua moitra
মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠি।

কিন্তু কী বলেছিলেন তৃণমূল সাংসদ? সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও অনুযায়ী সম্প্রতি এক সভা থেকে মহুয়া বলেন, “সারা বছর তৃণমূলী, আর ভোটের সময় সনাতনী। এগুলো কী অঙ্ক ভাই? আমরা হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার পেলে, তফশিলি মহিলারা ১২০০ টাকা পান। অথচ এই বুথগুলিতে ১০০টা ভোট গুনলে ৮৫টা বিজেপি, ১৫টা অন্য় পার্টি পায়। কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা। কিন্তু কাঠের মালা পরে সবাই চলে আসেন ভাতা নিতে তখন কী হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *