মতবিরোধে ইতি, প্রাক্তন আরবিআই গভর্নর উর্জিত প্যাটেলকে বড় দায়িত্ব মোদি সরকারের

মতবিরোধে ইতি, প্রাক্তন আরবিআই গভর্নর উর্জিত প্যাটেলকে বড় দায়িত্ব মোদি সরকারের

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারের সঙ্গে মতবিরোধ শেষ! রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর উর্জিত পটেলকে আন্তর্জাতিক অর্থভান্ডারে (আইএমএফ) কার্যকরী ডিরেক্টর হিসাবে নিয়োগ করল মোদি সরকার। তিন বছরের জন্য আইএমএফে তাঁকে নিযুক্ত করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি।

শুক্রবার ভারত সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, উর্জিত আইএমএফে ভারত-বাংলাদেশ-নেপালের মতো দেশের প্রতিনিধিত্ব করবেন। এর আগে আইএমএফে ভারতের এক্সিকিউটিভ কমিটিতে ছিলেন কৃষ্ণমূর্তি ভি সুব্রহ্মণ্যম। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই তাঁকে দেশে ফেরায় সরকার। তাঁর স্থলাভিষিক্ত হলেন উর্জিত।

তাৎপর্যপূর্ণ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর থাকাকালীন এই উর্জিত প্যাটেলের সঙ্গে মোদি সরকারের বিবাদের একাধিক খবর প্রকাশ্যে আসে। কেন্দ্রের সঙ্গে রিজার্ভ ব্যাংকের মূলত যে তিনটি বিষয়ে বিরোধ দেখা দিয়েছিল, তার মধ্যে অন্যতম হল তাদের হাতে থাকা সঞ্চিত অর্থ। সরকারের দাবি ছিল, ওই অর্থ ভোটের আগে উন্নয়নের কাজে লাগানো যেতে পারে। তাছাড়া ব্যাংকগুলির বিপুল এনপিএ এবং মূলধনের অভাব সংক্রান্ত শীর্ষ ব্যাংকের বিধিনিষেধ নিয়েও কেন্দ্র আপত্তি জানায়। শোনা যায় নোট বাতিল নিয়েও প্রধানমন্ত্রীর মোদির সঙ্গে একমত ছিলেন না উর্জিত। শেষমেশ মেয়াদ শেষের একদিন আগে পদত্যাগ করেন তিনি।

২০১৬ সাল থেকে ২০১৮ সালের শেষদিক পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ছিলেন উর্জিত। তারপর তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসি-তে চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। চিনের এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের দক্ষিণ এশিয়ার লগ্নি সংক্রান্ত বিষয়ের ভাইস প্রেসিডেন্টও ছিলেন। এবার আইএমএফে কার্যকরী ডিরেক্টর হিসাবে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *